কিশোরগঞ্জে বাকশক্তিহীন তরুণীকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশীর বিরুদ্ধে মামলা হয়েছে।
ওই তরুণীর মা মঙ্গলবার বিকেল ৪টার দিকে কিশোরগঞ্জ মডেল থানায় মামলাটি করেন; আসামির নাম রিপন মিয়া।
বাদী নিউজবাংলাকে জানান, তার মেয়ে কথা বলতে পারেন না। সোমবার রাত ২টার দিকে ঘুম থেকে উঠে মেয়েকে ঘরে না পেয়ে বাড়ির আশেপাশে খুঁজতে থাকেন। ভোর ৬টার দিকে পাশের বাড়ির পুকুর পাড়ে মেয়েকে পড়ে থাকতে দেখেন। বাসায় নিয়ে মেয়ের কাছ থেকে ধর্ষণের বিষয়টি জানতে পারেন। এতে প্রতিবেশী রিপন মিয়া জড়িত বলেও ইশারায় তাকে জানান মেয়েটি।
মেয়েকে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেলের প্রোগ্রাম অফিসার মাহফুজুল ইসলাম জানান, সোমবার সকাল ১১টার দিকে মেয়েটিকে সেখানে আনা হয়। তাকে প্রাথমিক চিকিৎসা ও কাউন্সেলিং করে আইনি সহায়তার জন্য থানায় পাঠানো হয়।
মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, আসামি পলাতক। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।