চট্টগ্রামের পাহাড়তলীতে গৃহকর্মী ধর্ষণ মামলায় গ্রেপ্তার দম্পতিকে কারাগারে পাঠিয়েছে আদালত।
চট্টগ্রামের মুখ্য বিচারিক হাকিম আদালত মঙ্গলবার তাদের কারাগারে পাঠানোর আদেশ দেয়। রাতে বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেছেন পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান।
এর আগে সোমবার সকালে গৃহকর্মীর করা মামলায় গৃহকর্তা মো. সিরাজ ও তার স্ত্রী সাহেদা আক্তার পিংকীকে গ্রেপ্তার করে পুলিশ।
ওসি মোস্তাফিজুর নিউজবাংলাকে জানান, ২০১৫ সাল থেকে ওই গৃহকর্মীকে নানা প্রলোভনে ধর্ষণ করে আসছিলেন সিরাজ। তিনি বিষয়টি গৃহকর্ত্রী পিংকীকে জানালে তিনি নানা হুমকি দেন। সবশেষ গত ৫ জানুয়ারি তাকে ধর্ষণ করা হয়।
পুলিশের এ কর্মকর্তা আরও জানান, ওই গৃহকর্মী বর্তমানে আট মাসের অন্তঃসত্ত্বা। বিষয়টি তিনি পিংকীকে জানালে তিনি নানা ভয়-ভীতি দেখিয়ে বাসা থেকে বের করে দেন। সোমবার ভোরে ওই নারী তাদের কাছে অভিযোগ দিলে ওই দিনই আসামিদের গ্রেপ্তার করা হয়।
এ মামলায় মঙ্গলবার দুপুরে তাদের আদালতে পাঠানো হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।