দিনাজপুরের বোচাগঞ্জে মা ও দাদি আড়াই মাসের শিশুকে হত্যার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।
জেলা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আমলি আদালত-৩-এর বিচারক শারমিন আক্তারের আদালতে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শিশুটির দাদি রিনা বেগম ১৬৪ ধারায় জবানবন্দি দেন।
এর আগে রিমান্ডে পুলিশের কাছে এ ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেন শিশুটির মা মাসতারা বেগম।
বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুল হাসান নিউজবাংলাকে বিষয়টি জানান।
রিনা বেগমের বরাতে ওসি জানান, ৫ সেপ্টেম্বর সন্ধ্যায় বাড়ির একটি চেয়ারে বসাকে কেন্দ্র করে বউ-শাশুড়ির মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে তিনি নিজের কোল থেকে আড়াই মাসের শিশু সুমাইয়াকে তার মায়ের দিকে ছুড়ে দেন। মাসতারা তাকে ধরতে না পারলে শিশুটি পড়ে যায়। তখনই তার মৃত্যু হয়।
বউ-শাশুড়ি মিলে পরামর্শ করে শিশুটির দেহ বাড়ির পাশের পুকুরে ফেলে দেন। এরপর আশপাশের লোক ডেকে জানান, কারা যেন শিশুটিকে ছিনতাই করে পালিয়েছে। পরদিন পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
ওইদিন মাসতারা অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে বোচাগঞ্জ থানায় হত্যা মামলা করেন। তবে পুলিশ শিশুটির মা ও দাদিকে গ্রেপ্তার করে রিমান্ডে নেয়।
ওসি জানান, বুধবার শিশুটির মাকে জবানবন্দির জন্য আদালতে তোলা হবে।