বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বসুন্ধরা আবাসিকে নির্মাণশ্রমিকের মরদেহ উদ্ধার

  •    
  • ১৪ সেপ্টেম্বর, ২০২১ ১৭:৩২

এসআই রিয়াদ আহমেদ বলেন, ‘সহকর্মীদের মুখে জানতে পারি, নির্মাণকাজ শেষে রাতে ওপরে ওঠার পর শব্দ শোনেন তারা। পরে ওই ভবনের দোতলার ফ্লোরে এসে রাজুকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান।’

রাজধানীর ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকায় একটি নির্মাণাধীন ভবন থেকে মো. রাজু নামে এক নির্মাণশ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার রাত ৯টার দিকে এ মরদেহ উদ্ধার করা হয়েছে।

ভাটারা থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) রিয়াদ আহমেদ বলেন, ‘আমরা খবর পেয়ে বসুন্ধরা আবাসিক এলাকার রোড নম্বর ১৪, ব্লক সি ২৮৫ নম্বর বাসার একটি নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলার ফ্লোর থেকে তার মরদেহ উদ্ধার করি।

‘পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।’

তিনি বলেন, ‘সহকর্মীদের মুখে জানতে পারি, নির্মাণকাজ শেষে রাতে ওপরে ওঠার পর শব্দ শোনেন তারা। পরে ওই ভবনের দোতলার ফ্লোরে এসে রাজুকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান।’

নিহতের দুলাভাই রবিউল ইসলাম বলেন, ‘আমরা খবর পেয়ে মর্গে এসে মরদেহ শনাক্ত করি।’

নিহত রাজুর বাড়ি নীলফামারীর ডোমার উপজেলার উত্তর গতি মাঝিয়ালী পশ্চিমপাড়া গ্রামে। তিনি বসুন্ধরা আবাসিক এলাকায় ওই নির্মাণাধীন ভবনেই থাকতেন। দুই ভাই দুই বোনের মধ্যে রাজু সবার ছোট ছিলেন।

এ বিভাগের আরো খবর