হল বন্ধ রেখেই গত ২৭ আগস্ট প্রশাসনের নির্দেশে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ স্থগিত হওয়া পরীক্ষা নেয়ার তারিখ ঘোষণা করে। এরই মধ্যে শিক্ষার্থীরা আসতে শুরু করেছেন রাজশাহীতে।
করোনার মধ্যে প্রায় ১৮ মাস ধরে বিশ্ববিদ্যালয়ের হল বন্ধ। এমন পরিস্থিতিতে আবাসনসংকট দেখা দেয়ায় দাবি উঠছে বন্ধ হল খুলে দেয়ার।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, হল খোলার বিষয়ে সরকারের নির্দেশনার অপেক্ষায় রয়েছে প্রশাসন।
এ বিষয়ে মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার তাপু নিউজবাংলাকে বলেন, ‘গত মাস (আগস্ট) থেকে আমরা হল খোলার কাজ শুরু করে দিয়েছি। হলের কিছু জায়গা নষ্ট হওয়ায় তা মেরামতের কাজ চলছে।’
তিনি আরও বলেন, ‘দীর্ঘ সময় বন্ধ থাকায় হলের অনেক জিনিসপত্র অকার্যকর হয়ে পড়েছে। পানির লাইন, ওয়াই-ফাই সার্ভিস, ডাইনিং রুম, শিক্ষার্থীদের থাকার বেড ইত্যাদি মেরামত করা শুরু হয়েছে।
‘আর ১০-১৫ শতাংশ কাজ বাকি। আগামী এক সপ্তাহের মধ্যে হলগুলো পূর্ণাঙ্গ প্রস্তুত করতে পারব। তবে আমরা হলগুলো খুলে দেয়ার বিষয়ে সরকারের নির্দেশনার অপেক্ষা করছি।’
উপাচার্য আরও বলেন, ‘আমরা শিক্ষার্থীদের টিকা গ্রহণের তথ্য সংগ্রহ করছি। হলে ঢোকার আগে যেন অন্তত ৭০-৮০ শতাংশ শিক্ষার্থী ভ্যাকসিনেটেড থাকে। করোনার অতি মহামারিকালে এটি খুবই গুরুত্বপূর্ণ।