বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

গণশহীদদের ‘মুক্তিযোদ্ধা’ বলা সেই নামফলকে সংশোধন

  •    
  • ১৩ সেপ্টেম্বর, ২০২১ ২০:২৮

জেলার গণর্পূত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সাইফুজ্জামান চুন্নু বলেন, ‘সরকারি নথিতে ভুলবশত গণশহীদদের জায়গায় মুক্তিযোদ্ধা লেখা উঠেছিল। এ জন্য ঠিকাদার ভুল করেছেন। নিউজবাংলা টুয়েন্টিফোর ডটকম বিষয়টি সংবাদে তুলে ধরার পর সবার দৃষ্টিগোচর হলে দ্রুত সংশোধনের নির্দেশ দেই।’

ময়মনসিংহের গৌরীপুরে শালিহর কদমতলা বধ্যভূমিতে নবনির্মিত স্মৃতিসৌধের নামফলকে ‘গণশহীদদের’ নামের তালিকার শিরোনামে ‘মুক্তিযোদ্ধা’ লেখাটি অবশেষে সরানো হয়েছে।

সংশোধনটি গত ১০ সেপ্টেম্বর করা হয়। নিউজবাংলাকে সোমবার বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ গণপূর্ত বিভাগ।

জেলার গণর্পূত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সাইফুজ্জামান চুন্নু বলেন, ‘সরকারি নথিতে ভুলবশত গণশহীদদের জায়গায় মুক্তিযোদ্ধা লেখা উঠেছিল। এ জন্য ঠিকাদার ভুল করেছেন। নিউজবাংলা টুয়েন্টিফোর ডটকম বিষয়টি সংবাদে তুলে ধরার পর সবার দৃষ্টিগোচর হলে দ্রুত সংশোধনের নির্দেশ দেই।’

নামফলক সংশোধন হওয়ায় গণপূর্ত বিভাগকে ধন্যবাদ জানিয়েছে স্থানীয়রা। এসব স্পর্শকাতর বিষয়ে সংশ্লিষ্টদের আরও সচেতন হওয়ার পরামর্শ দিয়েছে তারা।

মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড গৌরীপুর পৌর শাখার সভাপতি মশিউর রহমান কাউসার বলেন, ‘আমি মনে করি এটি ভুল নয়। গণপূর্ত বিভাগের ঠিকাদারের গাফিলতির বহিঃপ্রকাশ। ফলকটি তড়িঘড়ি করে নির্মাণ করা হয়েছিল। ফলকে কি লেখা ঠিকাদার নিজেও তা দেখেনি।’

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রহিম বলেন, ‘ফলকটির দিকে তাকিয়ে অবাক হয়ে যাই। বধ্যভূমিতে নির্মিত এত বড় ফলকে শিরোনাম লেখার আগে সঠিক তথ্য জানার প্রয়োজন ছিল।’

স্মৃতিসৌধের নামফলকে ‘গণশহীদদের’ নামের তালিকার শিরোনামে ‘মুক্তিযোদ্ধা’ লেখা হয়েছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, ১৯৭১ সালের ২১ আগস্ট মুক্তিযোদ্ধাদের খুঁজতে এসে গ্রামের নিরীহ মানুষদের নির্মমভাবে হত্যা করে পাকিস্তানি হানাদার বাহিনী। নিহতদের তারা গণকবর দেয় শালিহর গ্রামের কদমতলায়।

চলতি বছর মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে ও ময়মনসিংহ গণপূর্ত বিভাগের তত্ত্বাবধানে ৭০ লাখ টাকা ব্যয়ে স্মৃতিসৌধ নির্মাণ করা হয়।

এ বিভাগের আরো খবর