ফায়ার সার্ভিসের কর্মকর্তা জিহাদ জানান, প্রায় এক ঘণ্টার চেষ্টায় রাত সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এ সময় ঘরের মধ্যে আটকা পড়ে আঁখিমণি।
ঢাকার সাভারে বাসাবাড়িতে অগ্নিকাণ্ডের সময় ঘরে আটকা পড়ে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। তবে আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ভাদাইল পবনারটেক এলাকায় বৃহস্পতিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর জিহাদ হোসেন রাত সাড়ে ৯টার দিকে নিউজবংলাকে এ তথ্য নিশ্চিত করেন।
মৃত ওই শিশুর নাম আঁখিমণি।
জিহাদ হোসেন বলেন, রাতে পবনারটেক এলাকায় বাসাবাড়িতে আগুন লাগার খবর পান তারা। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।
প্রায় এক ঘণ্টার চেষ্টায় রাত সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এ সময় ঘরের মধ্যে আটকা পড়ে আঁখিমণির মৃত্যু হয়। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।