বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নিলামে উঠছে তল্লার সেই মসজিদ ভবন

  •    
  • ৮ সেপ্টেম্বর, ২০২১ ১১:০১

মসজিদ কমিটির সভাপতি জানান, ক্ষতিগ্রস্ত ভবনটি ভেঙে সেখানে নতুন করে মসজিদ নির্মাণ করা হবে। এ জন্য ভবন ভাঙতে নিলাম ডাকা হয়েছে। কমিটির সদস্যদের উপস্থিতিতে আগামী শনিবার বেলা ৩টায় ওই ভবনের সামনেই নিলাম হবে।

নারায়ণগঞ্জের ফতুল্লার তল্লায় বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত বাইতুস সালাত জামে মসজিদ ভবনটি নিলামে তোলা হচ্ছে। ক্ষতিগ্রস্ত ভবনটির সংস্কার সম্ভব নয় বলে এটি ভাঙতে নিলাম ডাকা হয়েছে, জানিয়েছে মসজিদ কমিটি।

কমিটির সভাপতি আব্দুল গফুর মিয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে এ তথ্য জানানো হয়েছে।

তাতে বলা হয়েছে, ক্ষতিগ্রস্ত ভবনটি ভেঙে সেখানে নতুন করে মসজিদ নির্মাণ করা হবে। এ জন্য ভবন ভাঙতে নিলাম ডাকা হয়েছে। কমিটির সদস্যদের উপস্থিতিতে আগামী শনিবার বেলা ৩টায় ওই ভবনের সামনেই নিলাম হবে।

আব্দুল গফুর জানান, নিলামে যিনি ভবনটি কিনবেন, তাকে সাত দিনের মধ্যে সম্পূর্ণ মূল্য বাইতুস সালাত জামে মসজিদের ব্যাংক অ্যাকাউন্টে জমা দিতে হবে। এক মাসের মধ্যে ভবনটি ভেঙে জায়গা অবমুক্ত করতে হবে।

গত বছরের ৪ সেপ্টেম্বর এশার নামাজ চলাকালে মসজিদের ভেতর বিস্ফোরণে ৩৭ মুসল্লি ও এক পথচারী দগ্ধ হন। তাদের মধ্যে ৩৪ জন ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা গেছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন চারজন।

বিস্ফোরণের ঘটনার দুই দিন পর ফতুল্লা থানার উপপরিদর্শক হুমায়ন কবির বাদী হয়ে ‘অবহেলায় মৃত্যুর অভিযোগ’ এনে মামলা করেন। ১০ সেপ্টেম্বর মামলাটির তদন্তের দায়িত্ব পায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ, সিআইডি। এ সংস্থা তিতাসের আট কর্মকর্তা-কর্মচারী, মসজিদ কমিটির সভাপতি, ডিপিডিসির মিটার রিডার ও স্থানীয় এক বিদ্যুৎ মিস্ত্রিকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করে।

সাড়ে তিন মাসেরও বেশি সময় তদন্তের পর গত বছরের ৩১ ডিসেম্বর ২৯ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয় সিআইডি।

প্রতিবেদনে বিস্ফোরণের জন্য গ্যাস বিতরণ সংস্থা তিতাস, বিদ্যুৎ বিতরণ সংস্থা ডিপিডিসির স্থানীয় ১০ কর্মীর পাশাপাশি দায়ী করা হয়েছে মসজিদ কমিটির অবহেলাকেও।

তবে মামলাটিতে তিতাসকে দায়ী করা হলেও তাদের কাউকে চার্জশিটভুক্ত করা হয়নি। ওই সময় সিআইডির কর্মকর্তারা জানান, আদালতের অনুমতি সাপেক্ষে তিতাসের কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র জমা দেয়া হবে। মামলার আসামিদের সবাই জামিনে আছেন।

এ বিভাগের আরো খবর