মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট-কালীবাড়ী ফিডার সড়কের কিছু অংশ কুমার নদে বিলীন হয়ে গেছে। যা এখনও ভেঙে চলছে। যে কোন মুহূর্তে সড়কটি বিচ্ছিন্ন হয়ে যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যেতে পারে।
রোববার রাত থেকে সোমবার রাত ৯টা পর্যন্ত ভাঙনের তীব্রতা ছিল বেশি। এর পর ধীরে ধীরে ভাঙছে সড়কটি।
ভাঙনের মুখে পড়েছে শংকরদী গ্রামের একটি জামে মসজিদসহ প্রায় ২০টি বসতঘর।
সরেজমিন দেখা যায়, রাজৈর উপজেলার টেকেরহাট-কালীবাড়ী ফিডার সড়কের গোয়ালবাথান উত্তরপাড়া এলাকায় প্রায় ১০০ মিটার পাকা সড়ক কুমার নদে বিলীন হওয়ার পথে। সড়কটি বিলীন হলে বিদ্যানন্দী মাঠের হাজার হাজার একর জমির ধান নদের পানিতে তলিয়ে যেতে পারে।
গোয়ালবাথান এলাকার নারায়ন হালদার, ফেরদাউস, মিরুল, শহর আলীসহ অনেকেই বলেন, ‘কুমার নদ থেকে অপরিকল্পিতভাবে বালু তোলার কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। এখনই ভাঙন প্রতিরোধ করা না হলে বিদ্যানন্দী মাঠের সব জমি ডুবে যাবে। এতে আমরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হব।’
হরিদাসদী-মহেন্দ্রদী ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম জানান, ভাঙন রোধে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জরুরি ব্যবস্থা নেয়া হবে। না হলে রাস্তা রক্ষা করা যাবে না। যেভাবে ভাঙছে, তাতে দ্রুত জিও ব্যাগ ফেলতে হবে।’
রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিসুজ্জামান জানান, পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলীর সঙ্গে কথা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে ভাঙনরোধে জরুরি পদক্ষেপ নেয়া হবে।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পার্থ প্রতিম সাহা জানান, ‘বর্ষাকালে নদের ভাঙনে কিছু ক্ষয়ক্ষতি হয়ে থাকে। এ ব্যাপারে জরুরি পদক্ষেপ নেয়া হবে। এ ছাড়াও নদ-নদীর ভাঙন রোধে বড় প্রকল্প পাঠানো হয়েছে।’