বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পার্বত্য এলাকায় দেড় হাজার শিক্ষক নিয়োগের সুপারিশ

  •    
  • ৭ সেপ্টেম্বর, ২০২১ ১৯:০০

তিন পার্বত্য জেলায় বর্তমানে প্রধান শিক্ষকের সংখ্যা ১০৪৮ জন। সহকারী শিক্ষকের সংখ্যা ৬৭৮৯ জন। এর মধ্যে প্রধান শিক্ষকের প্রায় অর্ধেক আর সহকারী শিক্ষকের ১৫ শতাংশের মতো পদ শূন্য আছে।

রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান- এই তিন পার্বত্য জেলায় দেড় হাজারেরও বেশি শূন্য পদে প্রধান ও সহকারী শিক্ষক নিয়োগ দিতে সরকারের কাছে সুপারিশ করেছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।

এর মধ্যে প্রধান শিক্ষকের পদ ৪৬৯টি এবং সহকারী শিক্ষকে পদ ১ হাজার ১১৬টি।

এই তিন জেলায় শান্তি চুক্তি অধীনে প্রণীত নীতিমালা মেনে প্রাথমিক বিদ্যালয়গুলোতে দপ্তরি নিয়োগ প্রক্রিয়াকে জেলা প্রশাসকের বদলে জেলা পরিষদে ন্যস্ত করারও কথাও বলা হয়েছে।

সংসদ ভবন সচিবালয়ে মঙ্গলবার একাদশ জাতীয় সংসদের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৯ম বৈঠকে এই সুপারিশ করা হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি দবিরুল ইসলাম। উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উ শৈ সিং, দীপংকর তালুকদার, এ বি এম ফজলে করিম চৌধুরী, কুজেন্দ্র লাল ত্রিপুরা, মীর মোস্তাক আহমেদ রবি এবং বাসন্তী চাকমা।

সরকারের ‘বিদ্যালয়বিহীন গ্রামে এক হাজার প্রাথমিক বিদ্যালয় স্থাপন প্রকল্পে’ পার্বত্য এলাকায় ১৪২টি প্রাথমিক বিদ্যালয়কে বিশেষ বিবেচনায় অন্তর্ভুক্ত করে জাতীয়করণে আবারও সুপারিশ করে কমিটি।

বৈঠকে জানানো হয়, তিন পার্বত্য জেলায় বর্তমানে প্রধান শিক্ষকের সংখ্যা ১০৪৮ জন। সহকারী শিক্ষকের সংখ্যা ৬৭৮৯ জন।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয়, পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন স্থানীয় প্রতিনিধি, সরকারি কর্মকর্তা এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো খবর