চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পুলিশের ডিআইজি পরিচয় দিয়ে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তারা হলেন আলমডাঙ্গার ওসমানপুর গ্রামের উজ্জ্বল হোসেন ও কুষ্টিয়ার কুমারখালী উপজেলার দয়ারামপুর গ্রামের আব্দুল লতিফ।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবীর এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, কয়েকদিন আগে আলমডাঙ্গা উপজেলার প্রাগপুর গ্রামের মহিদুল ইসলামকে পুলিশের ডিআইজি পরিচয়ে ফোন করেন উজ্জ্বল। মহিদুলকে বলেন, তার ভাতিজা নাফিজ আলীকে পুলিশে চাকরি পাইয়ে দিবেন। বিনিময়ে আট লাখ টাকা দিতে হবে।
মহিদুল তাকে ৩৯ হাজার ৫০০ টাকা বিকাশ করে পাঠান। তারপর থেকে নানা টালবাহানায় যোগযোগ বন্ধ করে দেন উজ্জ্বল।
প্রতারণা হয়েছে বুঝতে পেরে আলমডাঙ্গা থানায় সোমবার সন্ধ্যায় উজ্জল ও আব্দুল লতিফের নামে মামলা করেন মহিদুল। আসামি করা হয় অজ্ঞাতপরিচয় আরও দুই থেকে তিনজনকে।
ওসি আলমগীর বলেন, সোমবার রাতেই অভিযান চালিয়ে আলমডাঙ্গার ওসমানপুর থেকে উজ্জ্বলকে গ্রেপ্তার করা হয়। তার দেয়া তথ্য অনুযায়ী কুমারখালীর দয়ারামপুর গ্রাম থেকে গ্রেপ্তার করা হয় লতিফকে।
আসামিদের মঙ্গলবার বেলা ১১টার দিকে আদালতে তোলা হয়েছে।