বগুড়ার শাজাহানপুর উপজেলায় মাদ্রাসার এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
শাজাহানপুর থানায় এক কিশোরের বিরুদ্ধে সোমবার লিখিত অভিযোগটি দেন ওই শিক্ষার্থীর মা। এরপর থেকেই পলাতক ওই কিশোর।
স্থানীয়রা জানিয়েছেন, ওই শিক্ষার্থীর সঙ্গে কিশোরের প্রেমের সম্পর্ক রয়েছে। শনিবার সকালে তাকে নানা প্রলোভনে বাড়ি থেকে ডেকে নেয় ওই কিশোর। পরে এক আত্মীয়ের বাড়িতে নিয়ে ধর্ষণ করে।
তারা আরও জানান, ওই দিন বিকেলে কিশোরের পরিবারের সদস্যরা জানতে পেরে ওই বাড়ি থেকে নিজবাড়িতে নিয়ে যান। আর কিশোরী নিজ বাড়ি ফিরে গিয়ে বাবা-মাকে সবকিছু জানায়। পরে তার মা থানায় লিখিত অভিযোগ দেন।
শাজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) জেবুন্নেসা জানান, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।