সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেয়েছেন সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী। তিনি জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি হিসেবে দায়িত্বে ছিলেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত এক চিঠিতে সোমবার শফিকুর রহমানকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেয়ার তথ্য জানানো হয়।
চিঠিতে ওবায়দুল কাদের লিখেন, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমানের মৃত্যুজনিত কারণে সভাপতির পদ শূন্য হওয়ায় সংগঠনের গঠনতন্ত্র মোতাবেক কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ তাকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করছে। দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপির নির্দেশক্রমে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বলে চিঠিতে উল্লেখ করেন ওবায়দুল কাদের।
গত ২ সেপ্টেম্বর মারা যান সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি লুৎফুর রহমান। ২০১৯ সালের ডিসেম্বরে সম্মেলনের মাধ্যমে তাকে সভাপতির দায়িত্ব দেয়া হয়। তার মৃত্যুতে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেলেন শফিকুর। সাবেক সংসদ সদস্য শফিকুর সিলেট জেলা আওয়ামী লীগের গত কমিটিতে সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।