হবিগঞ্জের হাওরে নৌকাভ্রমণে যাওয়া নববধূকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় আরও তিন আসামিকে রাঙামাটি থেকে গ্রেপ্তার করা হয়েছে।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম সোমবার বেলা ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন।
তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।
ওসি বলেন, বেলা দুইটার দিকে এ ব্যাপারে পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলন করা হবে।
এর আগে গত বৃহস্পতিবার তিন আসামিকে গ্রেপ্তার করে র্যাব ও পুলিশ। এ পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ছয়জনকে। এখনও দুইজন পলাতক।
গ্রেপ্তার আসামিদের মধ্যে মিঠু মিয়া আদালতে ঘটনার ধর্ষণের দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।
এক নব দম্পতি গত ২৫ আগস্ট দুপুরে তাদের এক বন্ধুকে নিয়ে টিক্কাপুড়া হাওরে নৌকাভ্রমণে যায়। সেখানে আরেকটি নৌকা নিয়ে আট যুবক তাদের নৌকায় হানা দেয়। দুই বন্ধুকে মারধর করে নববধূকে তারা ধর্ষণ করে।
এক পর্যায়ে তাদের নগ্ন করে ভিডিও ধারণ করে আট যুবক। নগ্ন ছবি ও ভিডিও দেখিয়ে ৯ লাখ টাকাও দাবি করা হয়। টাকা না পাওয়ায় ভিডিওটি এলাকার কয়েকজনের কাছে ছড়িয়ে দেয়া হয়।
গত বৃহস্পতিবার নববধূর স্বামী আটজনের বিরুদ্ধে হবিগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এ মামলা করেন।
আসামিরা হলেন, মোড়াকড়ি গ্রামের মুছা মিয়া, মিঠু মিয়া, হৃদয় মিয়া, সুজাত মিয়া, জুয়েল মিয়া, সোলায়মান রনি, মুছা মিয়া ও শুভ মিয়া।
ওইদিনই মিঠু মিয়া, সোলায়মান রনি ও শুভ মিয়াকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার অন্য আসামিদের নাম প্রকাশ করেনি পুলিশ।