দেশের প্রথম মেগা গেইটেড কমিউনিটি রূপায়ণ সিটি উত্তরার অর্ধবার্ষিক বিক্রয় সম্মেলন হয়ে গেল।
রোববার রূপায়ণ ম্যাজেস্টিক ফেইজের কনফারেন্স হলে এই সম্মেলন হয়।
এতে প্রধান অতিথির বক্তব্যে রূপায়ণ গ্রুপের ভাইস চেয়ারম্যান মাহির আলী খান রাতুল বলেন, ‘দৃঢ় মনোবল এবং দূরদর্শিতার পাশাপাশি কঠোর পরিশ্রমই একজন মানুষকে সমাজের অভীষ্ঠ লক্ষ্যে পৌঁছে দেয়। প্রতিটি নেতৃত্বের মূলেই ত্যাগ অনিবার্য। জীবনের অসংখ্য আবেদন পেছনে ফেলে যারা প্রতিনিয়ত ত্যাগ স্বীকার করে সামনে এগিয়েছেন তারাই সফলকাম।’
এ সময় উপস্থিত ছিলেন রূপায়ণ গ্রুপের উপদেষ্টা ক্যাপ্টেন পিজে উল্লাহ, রাতুল প্রোপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং রূপায়ণ গ্রুপের পরিচালক নওরীন জাহান মিতুল, পরিচালক সাইফ আলী খান অতুল এবং পরিচালক আসিফ আলী খান, রূপায়ণ সিটি উত্তরার উপমহাব্যবস্থাপক ও পরিচালক মাহাবুবুর রহমানসহ রূপায়ণ সিটি উত্তরার শতাধিক সেলস লিডার।
সম্মেলনে সার্বিক পারফরমেন্সের ভিত্তিতে হেড অব সেলস হিসেবে দায়িত্ব দেয়া হয় রেজাউল হক লিমনকে। এসএম রুবেল হোসেনকে দেয়া হয় পদোন্নতি। ডিজিএম (সেলস) তানভীর আহাদ ও এজিএম (সেলস) আশিকুর রহমানকে সম্মাননা দেয়া হয়।