ঢাকার সাভারে সাত বছরের শিশুকে ধর্ষণচেষ্টা মামলায় একজনকে কারাগারে পাঠিয়েছে আদালত।
ঢাকার মুখ্য বিচারিক আদালতের বিচারক এএসএন মারুফ চৌধুরী রোববার বেলা ৩টার দিকে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে শনিবার রাতে আশুলিয়ার ভাদাইল মধ্যপাড়া এলাকা থেকে অভিযুক্তকে আটক করে পুলিশ।
অভিযুক্তের বিরুদ্ধে রোববার সকাল ১০টার দিকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন ওই শিশুর বাবা। পরে ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
নিউজবাংলাকে এসব তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপপরিদর্শক (এএসআই) মিলন ফকির।
এজাহারে বলা হয়, শিশুটির বাবা-মা পোশাক কারখানায় কাজ করেন। ৩০ আগস্ট তাদের অনুপস্থিতে মেয়েটিকে চকলেট দেয়ার কথা বলে ডেকে নেয় ওই ব্যক্তি। বাসায় নিয়ে শিশুকে ধর্ষণের চেষ্টা করেন তিনি।
এ ঘটনা আরেক শিশু দেখে ফেলে। এ সময় তাদের ভয় দেখানো হয়। বলা হয়, কাউকে কিছু না জানাতে।
শিশুরা এতদিন বিষয়টি গোপন রাখে। সবশেষ ৪ সেপ্টেম্বর শিশুটি তার বাবা-মাকে পুরো ঘটনা জানায়। পরে জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করলে রাতেই পুলিশ অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়।
এএসআই মিলন ফকির জানান, রোববার সকালে অভিযুক্তের বিরুদ্ধে মামলা হয়। বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।