বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সয়াবিনের দাম লিটারে বাড়ল ৪ টাকা

  •    
  • ৫ সেপ্টেম্বর, ২০২১ ১৫:৪৮

প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম ধরা হয়েছে ১২৯ টাকা। বোতলজাতের দাম লিটারপ্রতি ১৫৩ টাকা। ৫ লিটার সয়াবিনের দাম ৭২৮ টাকা। আর খোলা পাম সুপার প্রতি লিটার ১১৬ টাকা।

সয়াবিন তেলের দাম লিটারে ৪ টাকা বাড়িয়েছে মূল্য নির্ধারণ সংক্রান্ত জাতীয় কমিটি।

বাণিজ্যসচিব তপন কান্তি ঘোষ রোববার সাংবাদিকদের এ তথ্য জাানিয়েছেন।

তপন কান্তি জানান, দাম পুনর্নির্ধারণের ক্ষেত্রে আন্তর্জাতিক বাজার পরিস্থিতি বিবেচনায় নেয়া হয়েছে।

তিনি জানান, পরিশোধিত ও অপরিশোধিত তেলের কাঁচামালের দাম ঊর্ধ্বমুখী। তা সত্ত্বেও কোরবানি ঈদ, শোকাবহ আগস্টসহ করোনা পরিস্থিতি বিবেচনায় নিয়ে এতদিন দাম পুনর্নির্ধারণ করা হয়নি। তবে রোববার এ সংক্রান্ত জাতীয় কমিটি সর্বসম্মতিক্রমে লিটারে ভোজ্যতেলের দাম চার টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

খোলা সয়াবিন তেল প্রতি লিটারের দাম ধরা হয়েছে ১২৯ টাকা। আগে এ দাম ছিল ১২৫ টাকা। বোতলজাত সয়াবিনের দাম লিটারপ্রতি ধরা হয়েছে ১৫৩ টাকা, যা আগে ছিল ১৪৯ টাকা।

৫ লিটার সয়াবিন তেলের দাম ৭২৮ টাকা ধরা হয়েছে, যা আগে ছিল ৭২৪ টাকা। আর খোলা পাম সুপার প্রতি লিটার ১১৬ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ১১২ টাকা।

এ বিভাগের আরো খবর