বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মাইক্রোবাসে ট্রেনের ধাক্কা, নিহত ২

  •    
  • ৫ সেপ্টেম্বর, ২০২১ ১৩:৫৩

কুলাউড়া রেলস্টেশনের ব্যবস্থাপক মুহিবুর রহমান বলেন, ‘যে জায়গায় দুর্ঘটনা ঘটেছে সেটি ছোট একটি ক্রসিং। রেললাইনের ওপর দিয়ে পাড়ার একটি রাস্তা চলে গেছে। সেখানে গেটম্যান ছিলেন কি না তা খোঁজ নিয়ে বলতে হবে।’

মৌলভীবাজারের কুলাউড়ায় মাইক্রোবাসে ট্রেনের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন।

কুলাউড়া উপজেলার পাশের ভাটেরা রেলস্টেশনে রোববার দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিনয় ভূষণ দাস প্রথমে তিনজন নিহতের কথা জানালেও পরে দুইজনের প্রাণ গেছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, দুর্ঘটনায় ছয়জন আহত হয়েছেন। তাদের সিলেটের এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে।

নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে তিনি জানিয়েছেন। হতাহতরা একই পরিবারের জন্য বলেও তিনি জানান।

কুলাউড়া রেলস্টেশনের ব্যবস্থাপক মুহিবুর রহমান বলেন, ঢাকা থেকে সিলেটগামী পারাবত ট্রেনটি ভাটেরা স্টেশন পেরিয়ে মাইজগাও স্টেশনের দিকে যাওয়ার পথে ক্রসিংয়ে একটি যাত্রীবাহী মাইক্রোবাসকে চাপা দেয়।

তিনি বলেন, ‘যে জায়গায় দুর্ঘটনা ঘটেছে সেটি ছোট একটি ক্রসিং। রেললাইনের ওপর দিয়ে পাড়ার একটি রাস্তা চলে গেছে। সেখানে গেটম্যান ছিলেন কি না তা খোঁজ নিয়ে বলতে হবে।’

এ বিভাগের আরো খবর