পটুয়াখালীর কুয়াকাটায় ঘরের দরজা ভেঙে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের চান্দুপাড়া থেকে বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে মরদেহ উদ্ধার করা হয়।
মৃত সাথী আক্তারের বাড়ি কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের ছইলাবুনিয়া গ্রামে। তার স্বামী জাহিদ হাসান পটুয়াখালী শহরে ইলেকট্রনিক্সের ব্যবসা করেন।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, প্রতিবেশীরা ঘরের জানালা দিয়ে সাথীর ঝুলন্ত মরদেহ দেখে পুলিশকে খবর দেয়। তার স্বামী এ সময় শহরে নিজের দোকানে ছিলেন। পুলিশ দরজা ভেঙে ফ্যানের হুকের সঙ্গে সাথীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
তার মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, সাথী তার নোটবুকে অনেক কিছু লিখে গেছেন। সেখান থেকে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। তবে তদন্তের পর সঠিক কারণ জানা যাবে।