বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক সামরিক শাসক জিয়াউর রহমানের নাম বিশ্বাসঘাতক, বেঈমান ও খুনি হিসেবে দেশের ইতিহাসে সব সময় থাকবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
বৃহস্পতিবার দুপুরে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে অ্যাটকো, টিভি চ্যানেল ডিস্ট্রিবিউটর, কেব্ল অপারেটর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
জিয়াউর রহমানের নাম বাংলাদেশের উন্নয়নের সঙ্গে জড়িত থাকবে বলে মির্জা ফখরুলের মন্তব্যের প্রতিক্রিয়ায় তথ্যমন্ত্রী বলেন, ‘জিয়াউর রহমানের নাম সব সময় জড়িত থাকবে অ্যাজ অ্যা ট্রেইটর, অ্যাজ অ্যা বিট্রেয়ার অ্যান্ড অ্যাজ অ্যা কিলার। সেই হিসাবে বাংলাদেশের ইতিহাসের সঙ্গে জিয়ার নাম সব সময় জড়িত থাকবে।’
বিএনপির প্রতিষ্ঠাতার কড়া সমালোচনা করে হাছান বলেন, ‘যে পরিমাণ বিশ্বাসঘাতকতা, যে পরিমাণ হঠকারিতা, যে পরিমাণ খুনের রাজনীতি জিয়াউর রহমান করেছেন এটি বাদ দিয়ে তো বাংলাদেশের ইতিহাস হবে না। মির্জা ফখরুল সাহেব কথাটা সেভাবে বললে সঠিক হতো।’
দেশে এখন গণতন্ত্র নেই, প্রতিষ্ঠাবার্ষিকীতে গণতন্ত্র পুনরুদ্ধারই প্রধান কাজ বলে ফখরুলের মন্তব্য প্রসঙ্গে তিনি বলেন, ‘যে গণতন্ত্র হরণ করা হয়েছিল, সেটি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়েছে। ৯১ সালে খালেদা জিয়া প্রধানমন্ত্রী হতে পারতেন না, যদি শেখ হাসিনার নেতৃত্বে আন্দোলনের মাধ্যমে তখনকার আধা সামরিক সরকার, এরশাদ সরকারের পতন না হতো। খালেদা জিয়া ক্ষমতাহীন প্রধানমন্ত্রী থাকতেন।’
জিয়াউর রহমান গণতন্ত্র হরণ করেছেন জানিয়ে মন্ত্রী বলেন, ‘জিয়া বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত। পরবর্তীতে দেশে তিনি সামরিকতন্ত্র চালু করেছেন। এবং পরবর্তী সময়ে মার্শাল ডেমোক্রেসি চালু করেছিল। দেশে যদি গণতন্ত্র হরণ করে থাকে সেটি জিয়াউর রহমান করেছেন।’
দেশে গণতন্ত্র নেই বলে বিএনপির যে অভিযোগ তার প্রতিক্রিয়ায় মন্ত্রী বলেন, ‘গণতন্ত্র নাই, গণতন্ত্র নাই সকাল-বিকাল তিন বেলা কীভাবে তারা এমনটি বলতে পারে যদি দেশে গণতন্ত্র নাই থাকে। মির্জা ফখরুল যে উঁচু গলায় কথা বলেন এবং সমালোচনা করেন তাতেই প্রমাণিত হচ্ছে যে দেশে গণতন্ত্র আছে এবং বাকস্বাধীনতাও আছে।’