জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত বিভিন্ন পরীক্ষা শুরু হচ্ছে সেপ্টেম্বরে। পরীক্ষা নেয়ার সময় সব কেন্দ্রে স্বাস্থ্যবিধিসহ সরকারি সব নির্দেশনা কঠোরভাবে পালন করতে হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে সোমবার রাতে পরীক্ষার বিষয়ে বিশেষ নির্দেশাবলি প্রকাশ করা হয়।
এতে বলা হয়েছে, করোনা পরিস্থিতি বিবেচনায় পরীক্ষা কেন্দ্রে এক আসন খালি রেখে ‘জেড’ পদ্ধতিতে আসন বিন্যাস করা হবে। পরীক্ষাসংশ্লিষ্ট সবাইকে স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করতে হবে।
পরীক্ষা কেন্দ্রে দুজন পরীক্ষার্থীর মধ্যে অন্তত ৩ ফুট দূরত্ব বজায় রাখতে হবে। অধিক জায়গার প্রয়োজন হলে অনুমতি নিয়ে ‘ভেন্যু কেন্দ্রে’ পরীক্ষা নেয়া যাবে।
সব শিক্ষক, পরীক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের মাস্ক পরে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে হবে। সঠিক নিয়মে মাস্ক না পরলে কেউ পরীক্ষা কেন্দ্রে ঢুকতে পারবেন না। শুধু পরীক্ষার্থীর পরিচয় নিশ্চিত করতে সাময়িকভাবে মাস্ক খোলা যাবে।
পরীক্ষা কেন্দ্রে ঢোকার আগে হাত ধোয়ার জন্য সাবান ও পানির ব্যবস্থা রাখতে হবে। প্রয়োজনে হ্যান্ড স্যানিটাইজার রাখতে হবে।
যেসব শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এখনও টিকা নেননি, তাদের দ্রুত টিকা নিতে উদ্বুদ্ধ করার জন্য বলা হয়েছে নির্দেশনায়।
সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণে স্বাস্থ্য অধিদপ্তরের জারি করা সব নির্দেশনা পালনের জন্যও অনুরোধ করা হয়েছে।
দেশে করোনা পরিস্থিতির অবনতি ঘটায় সরকারি নির্দেশনা অনুযায়ী গত মার্চ মাসে স্থগিত করা হয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পরীক্ষা। বর্তমানে পরিস্থিতির কিছুটা উন্নতি বিবেচনায় স্থগিত পরীক্ষা সেপ্টেম্বরেই শুরু করতে চাচ্ছে কর্তৃপক্ষ।