বোনের বাড়ি যাওয়ার পথে বরগুনায় এক যুবলীগ নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন।
পুলিশ বলছে, সোমবার রাত সাড়ে ১০টার দিকে বুড়িরচর ইউনিয়নের আমজাদ মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।হামলার শিকার খোকন বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক। তিনি সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও বুড়িরচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিদ্দিকুর রহমানের বোনের ছেলে।
খোকনের বাবা ইউনুস মৃধা রাত ১১টার দিকে নিউজবাংলাকে জানান, আমজাদ মার্কেটের কাছেই মেয়েজামাই চান মিয়ার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন খোকন। রাত সাড়ে ১০টার দিকে খোকন বোনের বাড়ি থেকে আমজাদ মার্কেট বাজারে এলে ওই এলাকার মামুন, নাইম, ফোরকান, দেলোয়ারসহ ১০-১২ জন তার ওপর হামলা চালায়।
তারা দেশীয় অস্ত্র দিয়ে খোকনের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে। এ সময় খোকনকে বাঁচাতে তার বোন সালমা, নাজমা, রিতা, চাচি রুশিয়া ও বোনের ছেলে রাজিন সালেহ এগিয়ে এলে তাদের পেটায় হামলাকারীরা।হাসপাতালে চিকিৎসাধীন খোকনের অভিযোগ, ইউপি নির্বাচনে বিরোধিতার জেরে বুড়িরচর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান হুমায়ুন কবীরের লোকজন তার ওপর হামলা চালিয়েছে।বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম তারিকুল ইসলাম জানান, আহতদের উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে। এখন পর্যন্ত মামলা হয়নি।