পঞ্চগড় শহরে করতোয়া নদী থেকে একটি মর্টার শেল উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, এটি মুক্তিযুদ্ধের সময় ব্যবহার করা হয়ে থাকতে পারে।
পৌর এলাকার রামেরডাংগা এলাকা থেকে সোমবার বেলা ১১টার দিকে মর্টার শেলটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, রহমত আলী ও আব্দুর রাজ্জাক নামের দুজন সোমবার সকালে রামেরডাংগায় করতোয়া থেকে বালু তুলতে যান। বালুর স্তূপে লোহার পুরোনো দণ্ডের মতো কিছু একটা দেখতে পেয়ে তারা সেটি সিঅ্যান্ডবি মোড় এলাকায় নিয়ে আসেন।
বিষয়টি টের পেয়ে স্থানীয় বাসিন্দা তৌহিদুল ইসলাম পঞ্চগড় সদর থানায় খবর দেন।
সদর থানার পরিদর্শক (তদন্ত) বেনজীর আহমেদ নিউজবাংলাকে জানান, পুলিশ গিয়ে নিরাপত্তা বেষ্টনী দিয়ে মর্টার শেলটি নিরাপদ জায়গায় রাখে। এটি সচল না পরিত্যক্ত পুলিশ তা নিশ্চিত হতে পারেনি। ধারণা করা হচ্ছে, এটি মুক্তিযুদ্ধের সময়ের।
বেনজীর আহমেদ আরও জানান, সৈয়দপুর সেনানিবাসে বিষয়টি জানানো হয়েছে। সেনাবাহিনীর বোমা ডিসপোজাল ইউনিট এসে এটি ধ্বংসের ব্যবস্থা করবে।