রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ ও ইনস্টিটিউটের শিক্ষার্থীদের টিকা সনদ ও জাতীয় পরিচয়পত্রের তথ্য নিচ্ছে প্রশাসন।
এক বিজ্ঞপ্তির মাধ্যমে সোমবার এ তথ্য চেয়েছেন বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার অধ্যাপক আব্দুস সালাম।বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় খোলার লক্ষ্যে বিভাগ ও ইনস্টিটিউটের শিক্ষার্থীদের কোভিড-১৯ টিকা গ্রহণ ও এনআইডিসংক্রান্ত তথ্য সংগ্রহ খুবই জরুরি। এ লক্ষ্যে শিক্ষার্থীদের এই লিংকের মাধ্যমে নিজেদের আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে ৫ সেপ্টেম্বর বিকেল ৫টার মধ্যে জমা করতে বলা হয়েছে।
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিভাগ ও ইনস্টিটিউটকে অনুরোধ করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ছাড়া স্ব স্ব বিভাগ ও ইনস্টিটিউটের শিক্ষার্থীদের তালিকা বিভাগ থেকে এক্সেল বা এমএস ওয়ার্ড ফাইলে ইংরেজিতে পাঠাতে বলা হয়েছে।
সেই তালিকা ই-মেইলের মাধ্যমে আগামী ৩ সেপ্টেম্বর বিকেল ৫টার মধ্যে পাঠাতে অনুরোধ করা হয়।