পাট বিক্রি করে নদীপথে বাড়ি ফিরছিলেন কৃষক। ঘাট ছাড়ার কিছু পরই তাকে ট্রলার নিয়ে ধাওয়া করে সন্ত্রাসীরা। ধরে ফেলার পর টাকা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে তারা। এ সময় কৃষক বাধা দিলে তাকে শুরুতে করা হয় হাতুড়িপেটা। পরে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা।
পুলিশ বলছে, মাদারীপুরের কালকিনি উপজেলার মিয়ারহাট এলাকায় সোমবার সকালে এই ঘটনা ঘটেছে বলে তারা শুনেছেন। তবে কেউ অভিযোগ করেননি।
আহত কৃষক হলেন এনায়েতনগর ইউনিয়নের কালাই সরদারের চর গ্রামের চান্দু ভূইয়া।
তার পরিবারের কয়েকজন সদস্য ও স্থানীয়রা জানান, মিয়ারহাট বাজারে সকালে পাঁচমণ পাট বিক্রি করে নৌকায় করে ফিরছিলেন চান্দু ভূইয়া। বাজার থেকে কিছু দূর এগোলে ট্রলার নিয়ে তাকে ধাওয়া দেয় একদল সন্ত্রাসী।
পরে চান্দু ভূইয়ার নৌকা থামিয়ে তার হাত-পা বেঁধে হাতুড়িপেটা করতে থাকে তারা। পাট বিক্রির প্রায় ১৫ হাজার টাকা ছিনিয়ে নিতে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে মারাত্মক জখম করে। এ সময় চান্দুর চিৎকার-আর্তনাদে অন্যরা এগিয়ে আসতে থাকে। তখন তাকে ফেলে রেখে চলে যায় সন্ত্রাসীরা। আহত অবস্থায় তাকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয়রা।
হাসপাতালে চিকিৎসাধীন চান্দু ভূইয়া বলেন, ‘আমি হাটে পাট বিক্রি করে বাড়ি ফেরার পথে সন্ত্রাসীরা নৌকা থামিয়ে হামলা করে। আমি টাকা দিতে না চাইলে আমাকে টেনেহিঁচড়ে তাদের ট্রলারে নিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করে। আমি কেউকে চিনি নাই। তবে অনুমান করতে পারছি। পুলিশের কাছে তাদের বিষয় অভিযোগ দিব।’
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসতিয়াক আসফাক রাসেল জানান, ‘ঘটনা শুনেছি। তবে এখনও কেউ লিখিত অভিযোগ দেননি। যদি আহত ব্যক্তি কাউকে চিনতে পারেন এবং তাদের বিরুদ্ধে অভিযোগ করেন তাহলে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।’