‘পিকআপ ভ্যানে চালক ছাড়া আর কেউ ছিল না। কোনো হতাহতের ঘটনাও ঘটেনি। ঘটনার পরপরই পিকআপটি সরিয়ে রেল চলাচল স্বাভাবিক করা হয়।’
চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষ হয়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি।
উপজেলার বারৈয়াঢালা এলাকায় সোমবার বেলা ১১টার দিকে একটি অননুমোদিত রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সরোয়ার নিউজবাংলাকে বলেন, ‘সোমবার বেলা ১১টার দিকে একটি পিকআপ ভ্যান রেললাইন পার হওয়ার জন্য ওঠে। এমন সময় সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনটি আসলে সংঘর্ষ হয়।
‘পিকআপ ভ্যানে চালক ছাড়া আর কেউ ছিল না। কোনো হতাহতের ঘটনাও ঘটেনি। ঘটনার পরপরই পিকআপটি সরিয়ে রেল চলাচল স্বাভাবিক করা হয়।’