পাবনায় ডাকাতির ঘটনায় ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেই সঙ্গে লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়েছে।
সদর থানা চত্বরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার দুপুরে এ তথ্য জানান পুলিশ সুপার মহিবুল ইসলাম খান।
তিনি জানান, গত ২৪ আগস্ট মধ্যরাতে সদর উপজেলার মালঞ্চি বাজারে নৈশপ্রহরীকে বেঁধে ডাকাত দল চারটি দোকান থেকে নগদ টাকা, স্বর্ণালংকার, ফ্রিজ, টেলিভিশন, মোবাইলসহ প্রায় ১৬ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
এ ঘটনায় মামলার পর গত দুই দিন ধরে পাবনা, সিরাজগঞ্জ, গাজীপুর ও ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ডাকাত সর্দার আমিনুল ইসলামসহ দলের ৭ জনকে গ্রেপ্তার করা হয়।
পরে তাদের দেয়া তথ্যে ডাকাতির কাজে ব্যবহৃত পিকআপ, সিএনজি অটোরিকশা, তাজা গুলিসহ একটি শাটারগান জব্দ করে লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়। আটকদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আক্তার, মাসুদ আলম, রোকনুজ্জামানসহ অন্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।