বাসা থেকে ঢাকায় চোখের চিকিৎসার কথা বলে বেরিয়ে প্রায় দুই মাস নিখোঁজ রয়েছেন এচাহাক আলী নামের এক ব্যক্তি। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করেছে পরিবার।
গত ২৪ জুন নওগাঁ সদর উপজেলার নগর কুসুম্বী এলাকায় শ্বশুরবাড়ি থেকে রাতে বের হন তিনি। তার মোবাইল বন্ধ থাকায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। কিন্তু দুই মাস পার হলেও এখনও পর্যন্ত তার খোঁজ পাচ্ছে না পরিবার।
নিখোঁজ এচাহাক আলী আদমদিঘী থানার করজবাড়ি গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা যায়, পারিবারিক বিভিন্ন কারণে এচাহাক বাবার বাড়ি আদমদিঘীতে না থেকে শ্বশুরবাড়ি থাকতেন। তিনি অটোরিকশার চালক ছিলেন।
এচাহাকের ছোট ছেলে রাব্বী নুর আমিন জানান, দুই মাস ধরেই বাবার ফোন বন্ধ পাচ্ছেন তিনি। আত্মীয়স্বজনের বাসায় খোঁজ নিয়েও পাওয়া যায়নি তাকে। থানা পুলিশও তার বাবার কোনো সন্ধান দিতে পারছে না।
এচাহাক আলীর পরিবার।নিখোঁজ এচাহাকের স্ত্রী লাইলী বেগম নিউজবাংলাকে জানান, চোখের ডাক্তার দেখাবে বলে ঢাকা যাওয়ার উদ্দেশে বের হন। সবশেষ মাইক্রোবাসে এচাহাক ঢাকা যাওয়ার কথা তাকে মোবাইলে জানিয়েছেন। ওই রাতের পর থেকে আর যোগাযোগ হয়নি তার সঙ্গে।
প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।
এ বিষয়ে নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জুয়েল জানান, নিখোঁজের কিছুদিন পর গত ১০ জুলাই এচাহাকের ছেলে রাব্বী নুর আমিন জিডি করেছেন। পুলিশ এচাহাককে খুঁজে বের করার চেষ্টা করছে।