বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘মানুষ মইরা ট্রলারের নিচে পইড়া রইছে’

  •    
  • ২৮ আগস্ট, ২০২১ ১৪:১৪

ঘটনার প্রত্যক্ষদর্শী রহিমা বেগম বলেন, ‘ট্রলারের মধ্যে ভাই অনেক মানুষ আছিলো। ট্রলারটা তোলতে কন, তাইলে দেখবেন অনেক মানুষ পাইবো। কিল্লিগা যে ট্রলারটা তুলতেছে না৷’

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের লইস্কার বিলে ডুবে যাওয়া ট্রলারটি এখনও উদ্ধার করা যায়নি। সন্ধান মেলেনি নিখোঁজ অন্তত ৩৯ জন আরোহীর।

স্থানীয়দের ধারণা, ট্রলারটি উদ্ধার করলেই মিলবে নিখোঁজদের মরদেহ। উদ্ধারকাজে ধীরগতির অভিযোগ তুলে ক্ষোভ জানিয়েছেন তারা।

লইস্কার বিল এলাকায় শনিবার দুুপুর পর্যন্ত দেখা গেছে নিখোঁজ আরোহীদের স্বজন ও এলাকাবাসীর ভিড়। দুর্ঘটনার পর থেকে চলছে ফায়ার সার্ভিসের উদ্ধার কাজ। শনিবার দুপুরে খাওয়ার জন্য বিরতি নেন উদ্ধারকর্মীরা।

সে সময় স্থানীয় ইদ্রিস মিয়া বলেন, ‘সকাল থেইক্কা চিল্লাইতাছি ট্র্রলারটা তোলার লাইগা। কিন্তু কথাই হোনে না কেউ। অহন তারা খইতো গেছেগা। কন মানুষ মইরা ট্রলারের নিচে পইড়া রইছে, তারা কোনো হোজ নাই।’

ঘটনার প্রত্যক্ষদর্শী রহিমা বেগম বলেন, ‘ট্রলারের মধ্যে ভাই অনেক মানুষ আছিলো। ট্রলারটা তোলতে কন, তাইলে দেখবেন অনেক মানুষ পাইবো। কিল্লিগা যে ট্রলারটা তুলতেছে না৷’

ওই এলাকার রিজবি মিয়া বলেন, ‘ভাই অনেক মানুষ মারা গেছে। হুনতাছি মাত্র ২২ জন মারা গেছে। কিন্তু বুঝতাছি ট্রলারটা তুললে আরও লাশ পায়তো। কিন্তু অহনো তুলছে না।’

এ ব্যাপারে জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটির সদস্য অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল হক রেজা বলেন, ট্রলার ও নিখোঁজদের উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে।

তিনি বলেন, ‘বিলটিতে এমন কিছু নেই যেটির মাধ্যমে ট্রলারটি বেঁধে উদ্ধার করা যাবে। কীভাবে ট্রলারটি উদ্ধার করা যায় সে বিষয়ে পর্যালোচনা চলছে।’

লইস্কা বিলে শুক্রবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে বালুবাহী ট্রলারের ধাক্কায় ডুবে যায় যাত্রীবোঝাই ট্রলারটি। প্রত্যক্ষদর্শী ও বেঁচে যাওয়া আরোহীরা জানিয়েছেন, ট্রলারে ছিল অর্ধশতাধিক যাত্রী।

এ ঘটনায় রাত ১১টা পর্যন্ত ২১ জনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।

সবশেষ শনিবার সকালে উদ্ধার করা হয় এক শিশুর মরদেহ।

এ ঘটনায় শনিবার দুপুরে বিজয়নগর থানায় ট্রলারচালককে ১ নম্বর আসামি করে মামলা হয়েছে। আসামি করা হয়েছে আরও ৬ জনকে। এর মধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান জেলা পুলিশ সুপার আনিসুর রহমান।

এ বিভাগের আরো খবর