বগুড়ার কাহালুতে যৌতুকের জন্য স্ত্রী হত্যা মামলায় এক ব্যক্তির ফাঁসির রায় দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক শাহরিয়ার কবির বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আব্দুর রাজ্জাকের বাড়ি কাহালু উপজেলার গোয়ালপাড়া গ্রামে। তিনি পলাতক।
আদালত পরিদর্শক সুব্রত ব্যানার্জি নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করে জানান, ২০০৮ সালের মামলায় রাজ্জাককে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
মামলার এজাহারে বলা হয়, রাজ্জাক তার প্রথম স্ত্রী এলেমা বিবিকে যৌতুকের ৪০ হাজার টাকার জন্য নির্যাতন করতেন। একপর্যায়ে ২০০৭ সালের ২৪ ডিসেম্বর সকালে তিনি এলেমাকে শ্বাসরোধে হত্যা করেন। প্রথমে এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়।
তবে ময়নাতদন্তের প্রতিবেদনে শ্বাসরোধে হত্যার বিষয়টি এলে এলেমার বড় ভাই কাহালু থানায় রাজ্জাক ও রাজ্জাকের দ্বিতীয় স্ত্রী মনোয়ারা বেগমসহ ছয়জনের নামে হত্যা মামলার আবেদন করেন। ২০০৮ সালের ৩ মার্চ আদালত আবেদন গ্রহণ করে পুলিশকে তদন্তের দায়িত্ব দেয়।
পুলিশ রাজ্জাক ও মনোয়ারাকে অভিযুক্ত করে ওই বছরের ১৩ জুলাই অভিযোগপত্র জমা দেয়। দীর্ঘ শুনানি শেষে আদালত রাজ্জাককে মৃত্যুদণ্ড ও মনোয়ারাকে খালাস দেয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আশেকুর রহমান জানান, মামলার পর রাজ্জাক ও মনোয়ারা দুজনকেই গ্রেপ্তার করে পুলিশ। তারা জামিন নিয়ে পলাতক।