বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সব শিক্ষার্থীর টিকাদান শেষে খুলবে হল

  •    
  • ২৫ আগস্ট, ২০২১ ১৭:০১

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো অক্টোবরে খোলার পরিকল্পনা রয়েছে। সেক্ষেত্রে শিক্ষার্থীদের মধ্যে যারা এখনও টিকা কার্যক্রমের আওতায় আসেননি, তাদের ১৫ সেপ্টেম্বরের মধ্যে টিকা নিয়ে আইসিটি সেলের মাধ্যমে কর্তৃপক্ষকে জানাতে বলা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী টিকা কার্যক্রমের আওতায় না আসলে আবাসিক হল খোলা হবে না। এজন্য দ্রুত করোনার টিকা নিতে শিক্ষার্থীদের পরামর্শ দেয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার্থীদের টিকার আওতায় না আনতে পারলে অক্টোবরের প্রথম সপ্তাহে আবাসিক হল খোলা এবং সশরীরে ক্লাস ও পরীক্ষা কার্যক্রম পরিচালনার যে পরিকল্পনা রয়েছে, সেটি ব্যাহত হবে।

বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বুধবার ডিনস কমিটির বিশেষ সভায় এ বিষয়ে আলোচনা হয়। পরে জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের দ্রুত টিকা নিতে আহ্বান জানানো হয়।

কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের টিকা কার্যক্রমের আওতায় আনার অগ্রগতি হলে এবং করোনা পরিস্থিতির আশাব্যঞ্জক উন্নতি পর্যালোচনায় আবাসিক হলগুলো সীমিত পরিসরে খোলার পরিকল্পনা রয়েছে।

অগ্রাধিকার ভিত্তিতে অক্টোবরে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খোলা হবে। সেক্ষেত্রে শিক্ষার্থীদের মধ্যে যারা এখনও টিকা কার্যক্রমের আওতায় আসেননি, তাদের ১৫ সেপ্টেম্বরের মধ্যে টিকা নিয়ে আইসিটি সেলের মাধ্যমে কর্তৃপক্ষকে জানাতে বলা হয়েছে।

সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সভাপতিত্ব করেন। এতে বিভিন্ন অনুষদের ডিন উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো খবর