সুপ্রিম কোর্টের আইনজীবী ও দিল্লি বিজেপির সাবেক মুখপাত্র অশ্বিনী উপধ্যায়া এবং আরও পাঁচজনকে গ্রেপ্তার করে হেফাজতে নিয়েছে দিল্লি পুলিশ।
দিল্লির যন্তর-মন্তরে এক মিছিল থেকে বিজেপির কিছু কর্মী সোমবার মুসলিমবিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকেন। সেই মিছিলে ছিলেন অশ্বিনী।
পুলিশ জানায়, সন্দেহভাজন হিসেবে তাকে আটক করা হয়।
এনডিটিভির খবরে বলা হয়, দিল্লি পুলিশ অশ্বিনীর নামে সমন জারি করে। গাজিয়াবাদে থাকা ওই আইনজীবীর কনাট পুলিশ স্টেশনে সোমবার রাতে হাজির হওয়ার কথা ছিল।
সূত্র বলছে, অন্য সন্দেহভাজনদের ধরতে শহরের বিভিন্ন স্থানে অভিযান চলছে।
রোববার দিল্লির যন্তরমন্তরে আয়োজিত ওই মিছিলে বিদ্বেষমূলক স্লোগান দেয়ার ভিডিও ভাইরাল হতেই এফআইআর করেছে পুলিশ। দিল্লি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বিনা অনুমতিতেই ওই মিছিলের আয়োজন করা হয়েছিল।
এ বিষয়ে অশ্বিনী উপাধ্যায় জানান, এই ভিডিও সম্পর্কে তিনি কিছুই জানেন না, তবে মিছিলে উপস্থিত পাঁচ-ছয়জন এমন কিছু স্লোগান দিয়েছেন, যা সঠিক নয়।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই ভিডিওতে কয়েকজনকে বলতে শোনা যায়, ‘হিন্দুস্থান মে রহনা হ্যায় তো জয় শ্রীরাম কহেনা হোগা (ভারতে থাকতে গেলে জয় শ্রীরাম বলতে হবে)।’
এই ভিডিও ভাইরাল হতেই শুরু হয় বিতর্ক। ইতোমধ্যেই বিনা অনুমতিতে মিছিল ও বিদ্বেষমূলক স্লোগান দেয়ায় অভিযোগ লিপিবদ্ধ করেছে দিল্লি পুলিশ।
মিছিলের সময় সেখানে কোনো পুলিশ উপস্থিত ছিল না বলেও জানানো হয়। পুলিশের দাবি, মিছিলটি পুলিশের অনুমতি না নিয়েই হয়েছে। এর মাধ্যমে মিছিলকারীরা কোভিড-১৯ স্বাস্থ্যবিধিমালা লঙ্ঘন করেছেন।
এক বিবৃতিতে অশ্বিনী দাবি করেন, মিছিল আয়োজন করে সেভ ইন্ডিয়া ফাউন্ডেশন; ওই ফাউন্ডেশনের সঙ্গে তার কোনো ধরনের সম্পর্কও নেই বলে দাবি করেন বিজেপির নেতা।
সোমবার রাতে তিনি বলেন, ‘আমি সেখানে আরভিএস মানি, ফিরোজ বখত আহমেদ, গজেন্দ্র চৌহানের মতো অতিথি হিসেবে ছিলাম। সেখানে বেলা ১১টায় পৌঁছে ১২টায় সে স্থান ত্যাগ করি। আমি আশা করছি আগামীকাল সকালে লিখিত বিবৃতি দিতে পারব।’