বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পেগাসাস স্পাইওয়্যার: ‘মোদি রাষ্ট্রদ্রোহী’, শাহর ইস্তফা দাবি রাহুলের

  •    
  • ২৪ জুলাই, ২০২১ ১১:৫০

সংসদ ভবনের বাইরে শুক্রবার রাহুল গান্ধী বলেছেন, ‘ইসরায়েল সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে হাতিয়ার হিসেবে পেগাসাস স্পাইওয়্যার ব্যবহার করে। আর প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই হাতিয়ার ভারতীয় গণতন্ত্র ও দেশের সাংবিধানিক সংস্থাগুলোর বিরুদ্ধে প্রয়োগ করছেন। রাজনৈতিকভাবেও এই হাতিয়ারের ব্যবহার হয়েছে কর্ণাটকে। এসবের জন্য একটিই  শব্দ প্রয়োগ করা যায়, রাষ্ট্রদ্রোহী।’

পেগাসাস স্পাইওয়্যার বিতর্কের শুরু থেকেই ভারতের সরকার ও প্রধান শাসক দল বিজেপি নজরদারির বিষয়টি ‘মিথ্যা’ এবং দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ‘কালিমালিপ্ত’ করার ষড়যন্ত্র বলে আসছে।

বৃহস্পতিবার সরকারের মন্ত্রী ও বিজেপি নেত্রী মীনাক্ষী লেখি আরও এক পা এগিয়ে বিশ্বব্যাপী পেগাসাস প্রকল্পের মিডিয়া তদন্তকে ‘জাল সংবাদ’ ও ‘হলুদ সাংবাদিকতা’ বলে নিন্দা করেছেন।

সেই সঙ্গে মীনাক্ষী দাবি করেছেন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, নজরদারি করা হয়েছে বলে যে ফোন নম্বরগুলোর তালিকা প্রকাশ করা হচ্ছে, তা ইসরায়েলের সংস্থা এনএসও গ্রুপের সঙ্গে সরাসরি সম্পর্কিত ছিল না।

মীনাক্ষী লেখির ওই মন্তব্য সরাসরি নাকচ করে দিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

এক বিবৃতিতে বৃহস্পতিবার রাতেই আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনটি বলেছে, ‘অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল স্পষ্টতই পেগাসাস প্রকল্পের তদন্তে পাওয়া তথ্যগুলোর সঙ্গে দৃঢ়ভাবে দাঁড়িয়েছে এবং তালিকায় থাকা (নম্বরগুলো) তথ্য অকাট্যভাবে এনএসও গ্রুপের পেগাসাস স্পাইওয়্যারের নিশানায় ছিল।

‘সোশ্যাল মিডিয়ায় যে গুজব ছড়ানো হচ্ছে তা সাংবাদিক, সমাজকর্মী ও অন্যান্যদের ব্যাপক আকারে বেআইনিভাবে নিশানা করার বিষয়টি যা পেগাসাস প্রজেক্ট প্রকাশ করেছে, সে সম্পর্কে মানুষকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে করা হচ্ছে।’অন্যদিকে, পেগাসাস বিতর্কে এদিন প্রধানমন্ত্রীকে কড়া আক্রমণ শানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। নরেন্দ্র মোদিকে ‘রাষ্ট্রদ্রোহী’ বলে তোপ দাগেন তিনি।

পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ইস্তফাও দাবি করেন কংগ্রেস সাংসদ।

পেগাসাস নজরদারির অভিযোগ উড়িয়ে দিয়েছে কেন্দ্র।

এই পরিস্থিতিতে সত্য উদঘাটনে পেগাসাস-কাণ্ডে বিচার বিভাগীয় তদন্তের দাবি করেছেন রাহুল গান্ধী।

সংসদ ভবনের বাইরে শুক্রবার রাহুল গান্ধী বলেছেন, ‘ইসরায়েল সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে হাতিয়ার হিসেবে পেগাসাস স্পাইওয়্যার ব্যবহার করে। আর প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই হাতিয়ার ভারতীয় গণতন্ত্র ও দেশের সাংবিধানিক সংস্থাগুলোর বিরুদ্ধে প্রয়োগ করছেন। রাজনৈতিকভাবেও এই হাতিয়ারের ব্যবহার হয়েছে কর্ণাটকে। এসবের জন্য একটিই শব্দ প্রয়োগ করা যায়, রাষ্ট্রদ্রোহী।’

এনএসও গ্রুপের পেগাসাস স্পাইওয়্যারের সরকারি গ্রাহকদের নজরদারির সম্ভাব্য নিশানায় থাকা লক্ষ্যগুলোর তালিকা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও ফ্রান্সের অলাভজনক সংস্থা ‘ফরবিডেন স্টোরিজ’-এর যৌথ অনুসন্ধানমূলক প্রতিবেদনেও উঠে এসেছে।

ওই প্রতিবেদন প্রকাশ করেছে লন্ডনের দ্য গার্ডিয়ান, ওয়াশিংটনের দ্য ওয়াশিংটন পোস্ট, ফ্রান্সের লে মন্ডে, ভারতে দ্য ওয়্যারসহ বিশ্বের ১৭টি প্রথম সারির পত্রিকা ও ওয়েবসাইট।

গত রোববার থেকে এই মিডিয়া সংস্থাগুলো তাদের ‘পেগাসাস প্রজেক্ট’ প্রতিবেদনের অংশ দফায় দফায় প্রকাশ করছে। প্রতিদিনই উঠে আসছে নজরদারির নিশানায় থাকা নতুন নতুন নাম।মীনাক্ষী লেখি সংবাদ সম্মেলনে বলেন, ‘প্রকাশিত প্রতিবেদনটি কোনো ডিরেক্টরিতে পাওয়া টেলিফোন নম্বরের তালিকার ওপর ভিত্তি করে তৈরি। দ্বিতীয়ত, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তালিকার কথা অস্বীকার করেছে। পেগাসাস প্রস্তুতকারী সংস্থা (এনএসও) বলেছে যে, তাদের গ্রাহকদের প্রয়োজনীয়তার সঙ্গে মিলছে না আলোচ্য তালিকা।’

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তাদের বিবৃতিতে কার্যত লেখির বক্তব্যকে খণ্ডন করে তা বিভ্রান্তি তৈরির জন্য বলা হয়েছে বলে মন্তব্য করেছে।

এ বিভাগের আরো খবর