নেপালের সুপ্রিম কোর্ট এক রায়ে দেশটির কংগ্রেস দলের সভাপতি শের বাহাদুর দেউবাকে দুই দিনের মধ্যে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগের আদেশ দিয়েছে।
টাইমস অফ ইন্ডিয়ার খবরে বলা হয়, হাউস অফ রিপ্রেজেন্টেটিভ বিলুপ্তির বিরুদ্ধে করা রিটের শুনানির জন্য গঠিত সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ হাউসটিকে পুনঃস্থাপন করতে ওই অন্তর্বর্তীকালীন আদেশ দিয়েছে।
প্রধান বিচারপতি ছলেন্দ্র শমসের রানার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ সোমবার এই রায় দেয়।
রায়ে বলা হয়, প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির সুপারিশের ভিত্তিতে রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারির সংসদ ভেঙে দেয়ার সিদ্ধান্ত অসাংবিধানিক ছিল।
প্রধানমন্ত্রী অলির আমলে এটা দ্বিতীয়বারের তো অ্যাপেক্স কোর্ট হাউস পুনঃস্থাপনের আদেশ দিল।
বিদ্যা দেবী ভান্ডারি গত ২২ মে দেশটির সংসদ ভেঙে দেয়ার নির্দেশ দেন। এরপর চলতি বছরের নভেম্বরে দেশটিতে নির্বাচন অনুষ্ঠানের কথা বলেন।
আর অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেয়া হয় নেপাল কমিউনিস্ট পার্টির নেতা কেপি অলিকে।
তার আগে সরকারপ্রধান থাকার সময় অলি গত বছরের ডিসেম্বরেও একবার সংসদ ভেঙে দিয়েছিলেন।
সেই সিদ্ধান্তের প্রতিবাদে কয়েক সপ্তাহ ধরে বিক্ষোভ চলে নেপালে। সুপ্রিম কোর্ট চলতি বছরের ফেব্রুয়ারিতে তৎকালীন প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে অসাংবিধানিক বলে ঘোষণা দেয়।
দ্বিতীয় দফায় সংসদ ভেঙে দিলে বিরোধী দল থেকে ৩০টি পিটিশন করা হয় আদালতে।
করোনার দ্বিতীয় ধাক্কায় বিপর্যস্ত নেপাল। দেশটিতে করোনার নতুন সংক্রমণের মধ্যে এমন রাজনৈতিক সংকট বড় ধরনের বিপর্যয়ের মধ্যে ফেলবে বলে ধারণা করা হচ্ছে।