জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সম্মান জানিয়ে এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ-ভারতের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছরকে সামনে রেখে দিল্লি বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু চেয়ার প্রবর্তন করতে যাচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস (আইসিসিআর)।
শনিবার সংস্থাটি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ বছরের মার্চে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের সময় এ বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা হয়।
আইসিসিআর বলছে, বঙ্গবন্ধু চেয়ারের লক্ষ্য থাকবে বাংলাদেশের সাম্প্রতিক উন্নয়নের বিষয়ে আরও বেশি ধারণা পাওয়া। এটি ভারতের প্রতিবেশি প্রথম এবং অ্যাক্ট ইস্ট পলিসির প্রতিফলন। এ পদক্ষেপের ফলে দুই দেশের মধ্যে প্রাতিষ্ঠানিক, শিল্প এবং সংস্কৃতির বিনিময় বাড়বে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের স্থিতিশীল অর্থনৈতিক উন্নয়ন এবং আর্থসামাজিক অবস্থার দ্রুত পরিবর্তনের কারণে ভারতীয় একাডেমিয়া ও কন্ট্রিবিউটর থেকে নীতি নির্ধারকদের আন্তর্জাতিক ভাবে বাংলাদেশ অধ্যয়নের বিষয়ে মনোযোগী হওয়ার সময় হয়েছে। এই চেয়ার সেই লক্ষ্য অর্জনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
১২ জুলাই আইসিসিআরের মহাপরিচালক দিনেশ কে পাটনায়েক এবং দিল্লি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক পিসি জোসি নিহ নিজ প্রতিষ্ঠানের পক্ষে বঙ্গবন্ধু চেয়ার স্থাপনের বিষয়ে সমঝোতা সই করবেন। আগামী ৫ বছরের জন্য এই সমঝোতা জারি থাকবে।
একজন বিদেশি অধ্যাপক অথবা এ বিষয়ে বিশেষজ্ঞ কেউ এই চেয়ারে অধিষ্ঠিত হবেন। এক্ষেত্রে বাংলাদেশি বংশোদ্ভুত কাউকে প্রাধান্য দেয়া হবে। ইন্দো-বাংলাদেশ সম্পর্কিত সংস্কৃতি ঐতিহ্য এবং নৃবিজ্ঞান, বুদ্ধিস্ট স্টাডিস, ভূগোল, ইতিহাস, আধুনিক ভারতীয় ভাষা (বাংলাসহ), সংগীত ও চারুকলা, রাষ্ট্রবিজ্ঞান, আন্তর্জাতিক সম্পর্ক এবং সমাজবিজ্ঞানের মতো বিষয়গুলোকে প্রাধান্য দেয়া হবে।
এর আগে আইসিসিআর বিভিন্ন দেশে ভারত অধ্যয়ন বিষয়ে বিভিন্ন চেয়ার প্রবর্তন করেছে কিন্তু ভারতে বাংলাদেশ সম্পর্কিত চেয়ার এটিই প্রথম।