বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ভারতে করোনার তৃতীয় ঢেউয়ে নতুন ভ্যারিয়েন্ট: আইসিএমআর

  •    
  • ২৬ জুন, ২০২১ ১৩:৩৮

আইসিএমআর জানায়, একাধিক শর্তের ওপর নির্ভর করছে করোনা ঢেউয়ের তীব্রতা। কোনো ক্ষেত্রে প্রস্তুতিতে ফাঁক থেকে গেলে তা মারাত্মক হতে পারে।

করোনাভাইরাস মহামারির দ্বিতীয় ঢেউ সামাল দিতেই হিমশিম খাচ্ছে ভারত। এর মধ্যে নতুন করে তৃতীয় ঢেউয়ের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

এবার কিছুটা আশার আলো দেখিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)। আইসিএমআর দাবি করছে, ভারতে দ্বিতীয় ঢেউয়ের মতো তৃতীয় ঢেউ বড় না হওয়ার সুযোগটাই বেশি। গাণিতিক মডেলের ভিত্তিতে এই অনুমান করছে তারা।

তৃতীয় ঢেউ যে দ্বিতীয় ঢেউকে ছাড়িয়ে যাবে না, সে বিষয়ে এখনই নিশ্চিত হওয়া যাবে না বলেও উল্লেখ করেছে আইসিএমআর।

আইসিএমআর জানায়, একাধিক শর্তের ওপর নির্ভর করছে করোনা ঢেউয়ের তীব্রতা। কোনো ক্ষেত্রে প্রস্তুতিতে ফাঁক থেকে গেলে তা মারাত্মক হতে পারে।

যদিও বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন দেশে দ্বিতীয় ঢেউ এনেছিল ডাবল মিউট্যান্ট স্ট্রেইন। অর্থাৎ বি.১.৬১৭ যাকে পরে বিশ্ব স্বাস্থ্য সংস্থা নাম দেয় ডেল্টা ভ্যারিয়েন্ট।

সেই ডেল্টা স্ট্রেনকেই বিশ্বের সবচেয়ে সংক্রামক স্ট্রেনের তকমা দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থটি জানিয়েছে, সারা বিশ্বে ছড়াচ্ছে এই ডেল্টা স্ট্রেইন এবং যা সবচেয়ে দাপুটে স্ট্রেইন হওয়ার পথে।

আইসিএমআর সমীক্ষা বলছে, তৃতীয় ঢেউয়ে নতুন কোনো ভ্যারিয়েন্ট আসতে পারে। যা অতি সংক্রামক। সেক্ষেত্রে বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, তৃতীয় ঢেউকে প্রভাবিত করতে পারে করোনার ডেল্টা প্লাস স্ট্রেইন।

তবে লকডাউন ও টিকাকরণের মাধ্যমে তৃতীয় ঢেউয়ের বেগ অনেকাংশেই কমানো সম্ভব হবে বলে মনে করছেন গবেষকরা।

করোনার তৃতীয় ঢেউয়ের তীব্রতা মূল নির্ভর করছে তিনটি বিষয়ের ওপর। এক, মানুষের সচেতনতা, দুই স্বাস্থ্য পরিকাঠামো, তিন টিকাকরণ।

আইসিএমআরের মতে, দুটো ঢেউ দেখেছে দেশ। সে ক্ষেত্রে সঠিক করোনাবিধি পালন ও মাস্কের ব্যবহার তৃতীয় ঢেউয়ের প্রভাব কমাতে পারে। তৃতীয় ঢেউতে বেশি আক্রান্ত হতে পারে কমবয়সীরা।

কোনো প্রমাণ না থাকলেও একাধিক বিশেষজ্ঞের এমনই মত। তাই এরইমধ্যে দেশের একাধিক রাজ্য সে মতো পরিকল্পনামাফিক স্বাস্থ্য পরিকাঠামো ঢেলে সাজানোর কাজ শুরু করেছে।

উন্নত স্বাস্থ্য পরিকাঠামো তৃতীয় ঢেউকে অনেকটাই প্রশমিত করতে পারবে বলে মত বিশেষজ্ঞদের।

ব্রিটেনের উদাহরণ বলছে, করোনা টিকা ডেল্টা প্লাসের বিরুদ্ধেও কাজ করছে। টিকার দুটি ডোজ নেয়া থাকলে অনেকাংশেই কম প্রভাব পড়ছে।

তাই কেন্দ্র দ্রুত টিকাকরণের যে লক্ষ্যমাত্রা নিয়েছে, তা পূরণ করতে পারলেই তৃতীয় ঢেউ অনেকাংশে সামলানো যাবে বলে মত গবেষকদের।

এ বিভাগের আরো খবর