বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

হরিণের করোনা সুরক্ষায় পিপিই পরে কর্মীরা

  •    
  • ১৬ জুন, ২০২১ ১১:৫১

নারায়ণ মণ্ডল বলেন, ‘আমরা পশু চিকিৎসকদের পরামর্শ নিয়ে করোনা বিধি মেনে হরিণের পরিচর্যা করেছি। শুধু পিপিই কিট নয়, হরিণদের যে পাত্রে খাবার দেয়া হয়, যে ছাউনির তলায় তারা আশ্রয় নেয়, সে সব জায়গা নিয়মিত স্যানিটাইজ করা হচ্ছে।’

হরিণের করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে পিপিই কিট পরে পরিচর্যা করছেন ভারতের পশ্চিমবঙ্গের বনকর্মীরা।

শান্তিনিকেতনের অন্যতম পর্যটন কেন্দ্র বোলপুর মহকুমার বল্লভপুর অভয়ারণ্যে দুই শর বেশি চিত্রা হরিণ রয়েছে। তাদের যাতে করোনা সংক্রমণ না ছড়ায়, সে বিষয়ে সতর্ক থাকতেই এমন ব্যবস্থা বনকর্মীদের।

বন দপ্তরের স্থানীয় রেঞ্জ অফিসার জয়ন্ত নারায়ণ মণ্ডল জানান, ‘এখন পর্যন্ত ভারতের কোনো বন্যপ্রাণীর করোনা সংক্রমণ দেখা যায়নি। তবে চেন্নাই, হায়দরাবাদে সিংহের মধ্যে মিলেছে করোনা সংক্রমণ।’

নারায়ণ মণ্ডল বলেন, ‘আমরা পশু চিকিৎসকদের পরামর্শ নিয়ে করোনাবিধি মেনে হরিণের পরিচর্যা করেছি। শুধু পিপিই কিট নয়, হরিণদের যে পাত্রে খাবার দেয়া হয়, যে ছাউনির তলায় তারা আশ্রয় নেয়, সে সব জায়গা নিয়মিত স্যানিটাইজ করা হচ্ছে।’

এ জন্য আটজন বনকর্মীর একটি বিশেষ দল গঠন করা হয়েছে। তারা স্বাস্থ্যকর্মীদের মতো হাতে গ্লাভস, ফেস শিল্ড এবং পিপিই কিট পরে তবেই ডিয়ার পার্কে চিত্রা হরিণের দেখভাল করতে যান।

এখন পর্যন্ত অভয়ারণ্যের কোনো কর্মী করোনায় সংক্রমিত হননি বলে জানিয়েছেন রেঞ্জ অফিসার জয়ন্ত নারায়ণ মণ্ডল।

অন্যদিকে বনমন্ত্রী হওয়ার পর এই প্রথম ১৫ জুন আলিপুর চিড়িয়াখানা পরিদর্শনে যান জ্যোতিপ্রিয় মল্লিক। সেখানে বাঘ-সিংহের খাঁচার উচ্চতা বাড়ানোর কাজ কতটা এগিয়েছে তা খতিয়ে দেখেন তিনি।

এর আগে বাঘ ও সিংহের খাঁচায় পড়ে দুর্ঘটনা ঘটেছিল চিড়িয়াখানায়। তাই দর্শকদের নিরাপত্তার দিকটি তিনি খতিয়ে দেখেন।

বনমন্ত্রী জানান, বহু পুরোনো এই চিড়িয়াখানা। অনেক জিনিস কমজোরি হয়ে গেছে। সেগুলো বদলানোর কাজ শুরু হয়েছে।

জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, ‘যদি করোনা বিধিনিষেধ শিথিল হয়, সে ক্ষেত্রে বিধিনিষেধ মেনে দর্শকদের জন্য আলিপুর চিড়িয়াখানা খুলে দেয়া হবে।’

এ বিভাগের আরো খবর