বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নাপিত-ডাক্তারের বিয়ে: সেই এসপি খাগড়াছড়িতে বদলি

  •    
  • ৮ ফেব্রুয়ারি, ২০২১ ২২:৩৬

গত ২৩ ডিসেম্বর রংপুর সিআইডি কার্যালয়ে সাংবাদিকদের ডেকে নাপিত-ডাক্তার দম্পতি ও তাদের সন্তানকে সামনে নিয়ে আসা হয়। আসামিদের হাজির করে সংবাদ সম্মেলন করতে উচ্চ আদালতের নিষেধ সত্ত্বেও এই সংবাদ সম্মেলন হয়। আর এই বিয়ে নিয়ে নেতিবাচক বক্তব্য দিয়ে সংবাদের শিরোনামও হন মিলু।

পেশায় নাপিত একজনের সঙ্গে নারী চিকিৎসকের বিয়ে নিয়ে আপত্তিকর মন্তব্য করা রংপুর মহানগর সিআইডির সুপারকে বদলি করা হয়েছে খাগড়াছড়ির মহালছড়িতে।

একই আদেশে পুলিশ সুপার বা এসপি পদমর্যাদার মোট ১২ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এদের মধ্যে রংপুরের মিলু মিয়া বিশ্বাস ছাড়াও আছেন কুষ্টিয়ার আলোচিত এসপি এসএম তানভীর আরাফাত, যাকে সম্প্রতি উচ্চ আদালত থেকে ভর্ৎসনা করা হয়েছে।

সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাসের সই করা এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়।

গত ২৩ ডিসেম্বর রংপুর সিআইডি কার্যালয়ে সাংবাদিকদের ডেকে নাপিত-ডাক্তার দম্পতি ও তাদের সন্তানকে সামনে নিয়ে আসা হয়। আসামিদের হাজির করে সংবাদ সম্মেলন করতে উচ্চ আদালতের নিষেধ সত্ত্বেও এই সংবাদ সম্মেলন হয়। আর এই বিয়ে নিয়ে নেতিবাচক বক্তব্য দিয়ে সংবাদের শিরোনামও হন মিলু।

তার দাবি, একজন নাপিতের সঙ্গে চিকিৎসকের বিয়ে হতে পারে না।

নিউজবাংলায় ‘নাপিত-ডাক্তার বিয়ে মানেন না সিআইডি এসপি’ শিরোনামে গত ৩০ ডিসেম্বর সংবাদ প্রকাশের পর বিষয়টি নিয়ে মূলধারার আরও গণমাধ্যম বিষয়টিকে শিরোনামে নিয়ে আসে।

এরপর পুলিশ সদরদপ্তর মিলুর কাছে তার বক্তব্য ও কর্মকাণ্ডের ব্যাখ্যা চায় বলে বিভিন্ন গণমাধ্যমে উঠে আসে। পাশাপাশি জাতীয় মানবাধিকার কমিশন প্রতিবেদন চায়।

উচ্চ আদালতের নিষেধ সত্ত্বেও চিকিৎসক-নাপিত দম্পতিকে গণমাধ্যমের সামনে এনে ছবি তোলান সিআইডি এসপি মিলু মিয়া বিশ্বাস

সেই ঘটনার জেরে এই বদলি কি না, সে বিষয়ে আদেশে কিছু বলা হয়নি। তবে প্রচলিত আছে যে খাগড়াছড়িতে বদলি শাস্তি হিসেবে দেখা হয়।

আদেশে বলা হয়েছে, মিলু মিয়া বিশ্বাসকে খাগড়াছড়ির মহালছড়ির কমান্ড্যান্ট ইনসার্ভিস ট্রেনিং সেন্টার ষষ্ঠ এপিবিএনে দায়িত্ব পালন করতে হবে।

অন্যদিকে গত ১৬ জানুয়ারি কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভা নির্বাচনে দায়িত্ব পালনকালে জ্যেষ্ঠ বিচারিক হাকিম মহসিন হাসানের সঙ্গে দুর্ব্যবহারের ঘটনায় আলোচনায় আসেন এসপি তানভীর। পরে তাকে উচ্চ আদালত ডেকে পাঠায়।

গত ২৫ জানুয়ারি হাইকোর্টে এসে নিঃশর্ত ক্ষমা চান কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত

গত ২৫ জানুয়ারি হাইকোর্ট সেদিন তীব্র ভাষায় ভর্ৎসনা করে কুষ্টিয়ার এসপিকে। আর তিনি নিঃশর্ত ক্ষমা চেয়ে পার পান। হাইকোর্ট তখন এমনও বলে, ‌রাষ্ট্র যেন পুলিশি রাষ্ট্র না হয়।

তানভীর আরাফাত এখন থেকে কাজ করবেন বরিশাল মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার হিসেবে।

অন্য যাদের বদলি

চট্টগ্রাম মহানগরের উপপুলিশ কমিশনার হামিদুল আলমকে ঢাকার হাইওয়ে পুলিশ ইউনিটের এসপি হিসেবে বদলি করা হয়েছে।

বাগেরহাটের এসপি পংকজ চন্দ্র রায় এবং জামালপুরের এসপি দেলোয়ার হোসেনকে ঢাকার সিআইডি কার্যালয়ে বদলি করা হয়েছে।

নড়াইলের এসপি জসিম উদ্দিনকে চট্টগ্রাম মহানগরের উপপুলিশ কমিশনার করা হয়েছে।

পটুয়াখালীর এসপি মইনুল হাসানকে ঢাকা মহানগরের উপপুলিশ কমিশনার করা হয়েছে। চট্টগ্রাম মহানগরের উপপুলিশ কমিশনার মো. শহীদুল্লাহকে পটুয়াখালীর এসপি হিসেবে বদলি করা হয়েছে।

গাজীপুর মহানগরের উপপুলিশ কমিশনার কেএম আরিফুল হককে বাগেরহাটের এসপি করা হয়েছে। ঢাকার সিআইডির এসপি নাসির উদ্দিন আহমেদকে জামালপুরের এসপি হিসেবে বদলি করা হয়েছে।

ঢাকা মহানগরের উপপুলিশ কমিশনার প্রবীর কুমার রায়কে নড়াইলের এসপি করা হয়েছে। বরিশাল মহানগরীর উপপুলিশ কমিশনার খাইরুল আলমকে কুষ্টিয়ার এসপি হিসেবে বদলি করা হয়েছে।

যা করেছিলেন এসপি মিলু

রংপুরে এই নারী চিকিৎসকের বাবা মামলা করেছিলেন ‘মেয়েকে অপহরণের’ অভিযোগ এনে। দুই বছর পর তাদের সন্ধান পায় সিআইডি। তবে তারা জানতে পারে, সেই চিকিৎসক অপহৃত হননি।

তার পরেও ঢাকার মোহাম্মদপুর থেকে আটক করে রংপুর নিয়ে গিয়ে ২৩ ডিসেম্বর সংবাদ সম্মেলনে আনা হয় এই দম্পতিকে।

তবে সংবাদ সম্মেলনে নারী চিকিৎসক স্পষ্টতই বলেন, তিনি নিজের ইচ্ছায় বিয়ে করে সুখী আছেন। তাকে কেউ অপহরণ করেনি। এসপি নিজেও সেই কথাই বলেন।

২০১২ সালে একজন বিচারককে আটক করে গণমাধ্যমের সামনে হাজির করার পর হাইকোর্ট এক আদেশে পুলিশকে ভর্ৎসনা করে। এরপর কিছুদিন আসামিদের গণমাধ্যমের সামনে এনে ছবি তোলার প্রবণতা বন্ধ হয়, কিন্তু পরে আবার আগের ধারায় ফিরে যায় আইনশৃঙ্খলা বাহিনী।

দুই জন প্রাপ্তবয়স্ক মানুষকে এভাবে হেনস্থা করার কারণ জানতে চাইলে মিলু মিয়া বিশ্বাস তখন নিউজবাংলাকে বলেছিলেন, ‘আইনের লঙ্ঘন না হলেও এতে নীতির লঙ্ঘন হয়েছে বলে আমার বিশ্বাস। তারা অপরাধ করেছে, ব্যভিচার করেছে।’

কীভাবে ব্যভিচার হলো- এমন প্রশ্নে তিনি বলেছিলেন, ‘আপনি আগে আইন বোঝেন। মনে করেন, আপনার ওয়াইফ বাচ্চাসহ আপনার কাছ থেকে চলে গেল। এটা সে করতে পারে না। আইনে এটা নিষেধ আছে। ব্যভিচার করেছে সে। যদি সে মেয়ে আমাকে ডিভোর্স দিয়ে চলে যায় তাইলে এটা ঠিক আছে।’

কিন্তু ওই নারী তো তার স্বামীকে আগেই তালাক দিয়েছিলেন, তাহলে এমন কথা কেন- এই প্রশ্ন অবশ্য সিআইডি কর্মকর্তার কাছে আগেই রাখা ছিল, যেটার কোনো জবাব তিনি দেননি।

সিআইডি সংবাদ সম্মেলন করার পর পুলিশ এই দম্পতিকে আদালতে তোলে। আদালত ওই নারীকে ছেড়ে দিলেও তার স্বামীকে জেলহাজতে পাঠায়।

বিয়ে নিয়ে যেসব বক্তব্য

বিষয়টি নিয়ে গত ২৯ ডিসেম্বর মিলুর সঙ্গে কথা হয় নিউজবাংলার।

সেই বিয়েতে অপরাধটা কী হলো, আর এই দম্পতিকে গণমাধ্যমের সামনে এনে হেনস্থা কেন করলেন- এমন প্রশ্ন ছিল তার কাছে।

জবাবে সিআইডি কর্মকর্তা বলেন, আইনের লঙ্ঘন না হলেও এতে নীতির লঙ্ঘন হয়েছে বলে তার বিশ্বাস।

-কোন নীতির লঙ্ঘন হয়েছে?

জবাবে পুলিশ কর্মকর্তা বলেন, ‘তারা অপরাধ করেছে, ব্যভিচার করেছে।’

-কীভাবে ব্যভিচার হলো?

সিআইডির পুলিশ সুপার বলেন, ‘আপনি আগে আইন বোঝেন। মনে করেন, আপনার ওয়াইফ বাচ্চাসহ আপনার কাছ থেকে চলে গেল। এটা সে করতে পারে না। আইনে এটা নিষেধ আছে। ব্যভিচার করেছে সে। যদি সে মেয়ে আমাকে ডিভোর্স দিয়ে চলে যায় তাইলে এটা ঠিক আছে।’

কিন্তু ওই নারী তো তার স্বামীকে আগেই তালাক দিয়েছিলেন, তাহলে এমন কথা কেন- এই প্রশ্ন অবশ্য সিআইডি কর্মকর্তার কাছে আগেই রাখা ছিল, যেটার কোনো জবাব তিনি দেননি।

কোন বিবেচনায় এই দম্পতিকে গণমাধ্যমের সামনে এনে ছবি তোলানো হলো- এমন প্রশ্নে সিআইডির এসপি বলেন, ‘তার আগে একটা বাচ্চা ছিল; সাত-আট বছর বয়স। সেই বাচ্চাসহ তিনি চলে গেছেন। আর একজন লোকের বাচ্চা নিয়ে গেছেন। যদি আপনার বাচ্চা নিয়ে যেতেন তবে আপনি কি অপহরণ মামলা দিতেন না? আপনি যখন মামলা দেবেন তখন আমার দায়িত্ব বাচ্চা খুঁজে বের করার। সেই বাচ্চার বৈধ মালিক তো মা না, আগের ওই স্বামী।’

এরপর সিআইডি কর্মকর্তা টানেন নারী চিকিৎসকের স্বামীর পেশাগত পরিচয়। তার দাবি, এক জন নাপিতের সঙ্গে এক জন চিকিৎসকের বিয়ে হওয়া উচিত না।

তিনি বলেন, ‘তিনি (নারী চিকিৎসক) একে তো আইনগত অপরাধ করেছেন (যদিও কোন আইনে অপরাধ তার ব্যাখ্যা দিতে পারেননি তিনি)। তারপর নৈতিক অপরাধ করেছেন। তিনি একজন ডাক্তার। তিনি যার সঙ্গে চলে গিয়েছেন, তার সঙ্গে তার যাওয়া মানায় না।

‘তিনি ডাক্তার সমাজকে হেয় প্রতিপন্ন করেছেন। একজনের আট বছরের বাচ্চাকে নিয়ে ভেগে গেছেন। সেই বাচ্চার সঙ্গে বাবার কোনো যোগাযোগ করতে দেননি। একদম গায়েব হয়ে গেছেন। এইগুলো তো অপরাধ।

‘এইগুলা নৈতিক অপরাধ। এটা বিচারাধীন বিষয়, তবে তাতে সমস্যা নেই। আমরা মিডিয়ার সঙ্গে কাজ করি। আর আমরা যদি এই তথ্য প্রকাশ না করি তবে সমস্যা হবে। সমাজের তো বোধোদয় হতে হবে। এমন বোধোদয় আমাদের হওয়া উচিত।’

সেই সংবাদ সম্মেলনে সচেতনতা তৈরি হবে দাবি করে সিআইডি কর্মকর্তা বলেন, ‘আমরা এই উদাহরণগুলো কেন দেই? যাতে এমন ঘটনা আর না ঘটে। তিনি একজন ডাক্তার। তাকে কি এমন কারও সঙ্গে চলে যেতে হবে? তার কাছে কি আর কোনো রাস্তা ছিল না? আমরা এটা জানান দিতে চেয়েছি।’

এ বিভাগের আরো খবর