বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

করোনার ভ্যাকসিন চুক্তি দুই-চার দিনে: স্বাস্থ্যমন্ত্রী

  •    
  • ৩১ অক্টোবর, ২০২০ ১৮:১৩

মন্ত্রী বলেন, ‘ভ্যাকসিন পেলেই কিন্তু করোনাভাইরাস চলে যাবে না। ভ্যাকসিনের পর আমাদের স্বাস্থ্যবিধি মানতে হবে অর্থাৎ মাস্ক ব্যবহার করতেই হবে। সেই সঙ্গে সামাজিক দূরত্ব মেনে চলবেন।’

করোনা ভাইরাসের (কোভিড-১৯) ভ্যাকসিন যারা তৈরি করছেন তাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, ‘আশা করি, আগামী ২-৪ দিনের মধ্যে তাদের সাথে একটি চুক্তি করতে পারব।’

শনিবার দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়ায় করোনার প্রাদুর্ভাবের কারণে ক্ষতিগ্রস্ত, দরিদ্র ও কর্মহীন মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মানিকগঞ্জ শাখা এ খাদ্য সহায়তা দেয়।

মন্ত্রী আরও বলেন, ‘ভ্যাকসিন পেলেই কিন্তু করোনাভাইরাস চলে যাবে না। ভ্যাকসিনের পর আমাদের স্বাস্থ্যবিধি মানতে হবে অর্থাৎ মাস্ক ব্যবহার করতেই হবে। সেই সঙ্গে সামাজিক দূরত্ব মেনে চলবেন।’

 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, যাদের মধ্যে করোনা ভাইরাসের উপসর্গ ছিল। আর যারা সাত দিন দেরি করে হাসপাতালে গেছে; তারাই মৃত্যুরবণ করেছে। আর ৬০ বছরের বেশি বয়সের রোগীদের সেবা দিতে বা সুস্থ করে তুলতে কষ্ট হয়ে যায়। সতুরাং যারা বয়স্ক আছেন, তারা বেশি লোকের মধ্যে যাবেন না। তারা মাস্ক পরবেন এবং সাবধানে থাকবেন।

 

করোনাভাইরাসে কারণে গোটা বিশ্বে যখন উদ্বেগ, তখন ভ্যাকসিন আবিস্কারে চলছে আপ্রাণ চেষ্টা। এরই মধ্যে রাশিয়া একটি ভ্যাকসিন আবিস্কারের ঘোষণা দিয়েছে। যদিও এটির বিশ্বাসযোগ্যতা নিয়ে ঘাটতি আছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখনও এই ভ্যাকসিনকে স্বীকৃতি দেয়নি।

 

চীনের একটি ভ্যাকসিনও হিউম্যান ট্রায়ালে আছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানিও টিকা আবিস্কারে আশাবাদী। আগামী বছরই টিকা আনার বিষয়ে আশাবাদী সবাই।

বাংলাদেশ এরই মধ্যে বিশ্বব্যাংকের কাছে অর্থ বরাদ্দ চেয়েছে। গ্রহণযোগ্য টিকা আবিস্কার হলেই যেন বাংলাদেশ কিনতে পারে, সে জন্য টাকার কোনো সমস্যা হবে না বলেও জানিয়েছে সরকার।

আরও পড়ুন: দ্রুত টিকা পেতে সহায়তা দেবে আমেরিকা: স্বাস্থ্যমন্ত্রী

 

বাংলাদেশে করোনার প্রকোপ ইদানীং কিছুটা কমে এলেও শীতে দ্বিতীয় ঢেউয়ের আশঙ্কা করছে সরকার। আর সবশেষ হিসাব অনুযায়ী প্রায় ছয় হাজার মানুষ প্রাণ হারিয়েছে এই ভাইরাসে। রোগী ছাড়িয়েছে চার লাখের বেশি।   

জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী গোলাম মহীউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসক এসএম ফেরদৌস, অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মানিকগঞ্জ শাখার সেক্রেটারি মো. ইসরাফিল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

এ বিভাগের আরো খবর