বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ফটোগ্রাফি নিয়ে ভিন্নধর্মী বই ‘বিখ্যাত ছবির পেছনের গল্প’

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২০ ফেব্রুয়ারি, ২০২৪ ২৩:০১

বইটিতে আছে ক্যামেরা দিয়ে তোলা প্রথম ছবির গল্প। এ ছাড়া প্রথম ডিজিটাল ছবি, প্রথম রঙিন ছবি, মহাকাশ থেকে তোলা পৃথিবীর প্রথম ছবিসহ বিভিন্ন সময় আলোচনায় আসা বিখ্যাত কিছু ছবির গল্প।

অমর একুশে বইমেলায় প্রকাশ হয়েছে ফটোগ্রাফি নিয়ে মেহেদী আল মাহমুদের বই ‘বিখ্যাত ছবির পেছনের গল্প’।

প্রথম দিনই মেলায় এসেছে বইটি, যা এরই মধ্যে অনেক পাঠকের নজর কেড়েছে।

কী আছে বইয়ে

ফটো টিউটোরিয়াল ডটকম নামের একটি সাইটে প্রকাশিত হিসাব অনুযায়ী, বর্তমানে বিশ্বজুড়ে দৈনিক ৫০০ কোটি ছবি তোলা হয়। বিপুল এ ছবির কতটি আমাদের মনে ধরে? হয়তো একটিও না, তবে এমন কিছু ছবি আছে, যেগুলো বিখ্যাত হয়ে আছে আগে থেকেই। সেই বিখ্যাত ছবিগুলোর মধ্যে থেকে কিছু ছবি বাছাই করে তার ইতিহাস জানানোর চেষ্টা করা হয়েছে ‘বিখ্যাত ছবির পেছনের গল্প’ বইটিতে।

বইটিতে আছে ক্যামেরা দিয়ে তোলা প্রথম ছবির গল্প। এ ছাড়া প্রথম ডিজিটাল ছবি, প্রথম রঙিন ছবি, মহাকাশ থেকে তোলা পৃথিবীর প্রথম ছবিসহ বিভিন্ন সময় আলোচনায় আসা বিখ্যাত কিছু ছবির গল্প।

পুলিৎজার পুরস্কার পাওয়া বাছাই করা কিছু ছবির গল্পও পাবেন বইটিতে। সব শ্রেণির পাঠকের জন্য বইটি হতে পারে কৌতূহল নিবারণের চমৎকার সংগ্রহ।

দাম ও প্রাপ্তিস্থান

বইটির প্রচ্ছদ করেছেন নভিয়া নভেলী। এর মুদ্রিত মূল্য ৪০০ টাকা। এটি মেলায় পাওয়া যাবে গ্রন্থকুটির (স্টল নম্বর ১৮০, ১৮১, ১৮২, ১৮৩) এবং শিশু গ্রন্থকুটিরের (স্টল নম্বর ৬৯১, ৬৯২) স্টলে।

ঘরে বসেই দেশের যেকোনো প্রান্ত থেকে রকমারিসহ অনলাইন বুকশপগুলো থেকে পাঠকরা সংগ্রহ করতে পারবেন বইটি।

এ বিভাগের আরো খবর