বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘ফানি’ বলে নারী ওয়েটার নিয়োগের পোস্ট সরাল অষ্ট ব্যঞ্জন

  •    
  • ৪ নভেম্বর, ২০২৩ ১১:৪৫

ফেসবুক পোস্টের বিষয়ে জানতে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে অষ্ট ব্যঞ্জনের মালিক সাইফুল আজমের সঙ্গে কথা বলে নিউজবাংলা। তার কাছে জানতে চাওয়া হয়, পোস্টটি সত্যি সত্যিই নিয়োগের জন্য নাকি মজা করে দেয়া হয়েছিল। জবাবে রেস্তোরাঁটির স্বত্বাধিকারী নিউজবাংলাকে বলেন, ‘না, সিরিয়াসলি না। এটা ফানি ভিডিও। একটা ফানি ভিডিও দিছিল তো!’

রেস্তোরাঁয় সপ্তাহে সাত দিন সকাল ১০টা থেকে রাত ১০টা নাগাদ ১২ ঘণ্টা কাজ করতে হবে। বিনিময়ে মাসে বেতন দেয়া হবে সাত থেকে আট হাজার টাকা। এ বেতনের জন্য কিশোরী বা তরুণী প্রার্থীর থাকতে হবে ১৩টি যোগ্যতা।

এসব যোগ্যতার কথা উল্লেখ করে গত বুধবার (১ নভেম্বর) রাত ১১টা ১৯ মিনিটে ফেসবুক পেজে পোস্ট দেয় রাজধানীর পশ্চিম পান্থপথের ‘অষ্ট ব্যঞ্জন’ নামের রেস্তোরাঁ।

পোস্টে বলা হয়, ‘মেয়ে ওয়েটার নিয়োগ। পদ: ৩ জন। যোগ্যতা——দেখতে সাদা কিংবা হলুদ ফর্সা। উচ্চতা কমপক্ষে ৫'৬"। চেহারা মডেলদের মতো হতে হবে। মেকআপ করায় দক্ষতা থাকতে হবে। সুস্পষ্টভাবে ইংলিশে কথা বলতে হবে। নরম ভাষী ও লাজুক হতে হবে। ভদ্র ও নামাজি হতে হবে। গান জানলে ভালো (কাস্টমারকে মাঝে মাঝে গান শোনাতে হতে পারে)। বয়স অবশ্যই ১৬-১৮ হতে হবে। ভালো রান্না জানতে হবে। নাচ-অভিনয়ে পারদর্শী হতে হবে। টানা টানা হরিণীর মতো চোখ। ওজন ৫০-এর মধ্যে হতে হবে।’

সুযোগ-সুবিধার বিষয়ে পোস্টে বলা হয়, ‘বেতন: মাসিক বেতন ৭-৮ হাজার টাকা। ডিউটি: সপ্তাহে ৭ দিন সকাল ১০টা থেকে রাত ১০টা (মালিকের গাড়িতে বাসায় পৌঁছে দেয়ার সুযোগ আছে)।’

পোস্টের বিষয়ে যা বললেন অষ্ট ব্যঞ্জনের মালিক

ফেসবুক পোস্টের বিষয়ে জানতে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে অষ্ট ব্যঞ্জনের মালিক সাইফুল আজমের সঙ্গে কথা বলে নিউজবাংলা। তার কাছে জানতে চাওয়া হয়, পোস্টটি সত্যি সত্যিই নিয়োগের জন্য নাকি মজা করে দেয়া হয়েছিল।

জবাবে রেস্তোরাঁটির স্বত্বাধিকারী নিউজবাংলাকে বলেন, ‘না, সিরিয়াসলি না। এটা ফানি ভিডিও। একটা ফানি ভিডিও দিছিল তো!’

তার উল্লিখিত উত্তরের পরিপ্রেক্ষিতে এ প্রতিবেদক বলেন, ‘এটা ভিডিও না, এটা একটা পোস্ট। এই পোস্টের মধ্যে কিছু লেখা আছে। আর একটা ছবি দেয়া আছে। অষ্ট ব্যঞ্জন লেখা আছে।

‘এখানে অলরেডি ৩৯ হাজার লাইক পড়েছে, ১০ হাজার কমেন্ট করেছে। আর ৫০৭টা শেয়ার হয়েছে।’

অষ্ট ব্যঞ্জনের মালিকের উদ্দেশে জানতে চাওয়া হয়, এ ধরনের মজা করাটা উচিত হয়েছে কি না। একই সঙ্গে পোস্টে যে ধরনের যোগ্যতা চাওয়া হয়েছে, সেগুলো স্ববিরোধী কি না, তাও জানতে চাওয়া হয় তার কাছে।

জবাবে সাইফুল আজম বলেন, ‘মানে একটা ফানি ইয়া (পোস্ট) তো। এই আরকি। ফানি মার্কেটিং প্ল্যান।’

এ ধরনের বিজ্ঞাপনের মাধ্যমে কেউ কেউ বিভ্রান্ত হতে পারেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আমি একটু আপনাদের বলি। আমাদের তো এই যে ব্লগাররা কাজ করে না, এরা তো আসলে কনটাক্ট করা (চুক্তিতে নেয়া)। ব্লগাররা বিভিন্ন রকমের আসলে পেজের রিচের জন্য অনেক কিছু করে বা একটা ইয়া করে, এভাবে আরকি। অনলাইনে এটা জাস্ট এই।

‘এগুলা তো আমাদের তো আর জানা নাই। আমরা তো যেটা হয়তো কমপ্লেইন (অভিযোগ) করার পরই আমরা বলছি, যেটা সমস্যা হইলে সেটা আমরা…ডিলিট করে দেবে বা এডিট করে দিতে বলছি।’

এ প্রতিবেদন লেখার সময় অষ্ট ব্যঞ্জনের পেজে পোস্টটি ছিল। সেটি রাখা হবে নাকি সরিয়ে দেয়া হবে জানতে চাইলে রেস্তোরাঁর মালিক বলেন, ‘এটা তো সরায়া দেয়া হবে; এটা থাকবে না।’

সাইফুল আজমের সঙ্গে ফোনালাপের পর এ প্রতিবেদন প্রকাশ হওয়ার আগেই পেজ থেকে পোস্টটি সরিয়ে দেয়া হয়। গত বুধবার রাতের যে সময়ে (১১টা ১৯ মিনিট) নিয়োগের পোস্টটি দেয়া হয়, একই সময়ে পেজে অন্য পোস্টে দেখা যায়।

গত বুধবার রাতে ওয়েটার নিয়োগের জন্য পোস্টটি যে সময়ে দেয়া হয়েছিল, সেই সময়ে খাবারের ছবি সংবলিত এ পোস্ট দেয় অষ্ট ব্যঞ্জন । স্ক্রিনশট: ফেসবুক

নতুন পোস্টে খাবারের ছবি ও বিভিন্ন শাখায় যোগাযোগের নম্বর ছিল।

এ বিভাগের আরো খবর