বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে শুরু হয়েছে সিয়াম সাধনার মাস রমজান। এ মাসে ভোররাত থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার বর্জন করেন মুসলিমরা। সূর্য ডোবার সময়ের তারতম্যের কারণে দেশভেদে ইফতারের ক্ষণেও পার্থক্য লক্ষ করা যায়।
উত্তর গোলার্ধের দেশগুলোতে সূর্যোদয় দেরিতে হওয়ায় দীর্ঘ সময় ধরে রোজা রাখতে হয় মুসলিমদের। অন্যদিকে নিরক্ষরেখার দক্ষিণে অবস্থিত দেশগুলোতে রোজার সময় অপেক্ষাকৃত কম হয়।
ইসলামিক ফাইন্ডারের বরাত দিয়ে আল জাজিরার এক প্রতিবেদনে দীর্ঘ সময় রোজা রাখতে হবে, এমন শহরের তালিকা দেয়া হয়েছে।
এতে বলা হয়, এবার ১৭ ঘণ্টা রোজা রাখতে হবে গ্রিনল্যান্ডের নুক, আইসল্যান্ডের রিকজাভিক, ফিনল্যান্ডের হেলসিংকি, সুইডেনের স্টকহোম, স্কটল্যান্ডের গ্লাসগোতে। এ ছাড়া ১৬ ঘণ্টা রোজা রাখতে হবে নেদারল্যান্ডসের আমস্টারডাম, পোল্যান্ডের ওয়ারশ, যুক্তরাজ্যের লন্ডন, কাজাখস্তানের আস্তানা, বেলজিয়ামের ব্রাসেলসের মুসলিমদের। এ ছাড়া ১৫ ঘণ্টা রোজা রাখতে হবে ফ্রান্সের প্যারিস, সুইজারল্যান্ডের জুরিখ, রোমানিয়ার বুখারেস্ট, কানাডার অটোয়া, বুলগেরিয়ার সোফিয়া, ইতালির রোম, স্পেনের মাদ্রিদের মুসলিমদের।
বাংলাদেশের মুসলিমদের পানাহার ছাড়া থাকতে হচ্ছে প্রায় ১৪ ঘণ্টা।