বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ফেসিয়াল প্যারালাইসিসের অবস্থা নিয়ে কী জানালেন তাসরিফ খান

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১০ মার্চ, ২০২৩ ১২:৩০

ফেসবুকে ভেরিফায়েড পেজে গতকাল রাত ৮টা ৫১ মিনিটে দেয়া পোস্টে তাসরিফ খান লিখেন, ‘আজ তৃতীয় দিনের মতো আমার ফিজিওথেরাপি দেয়া হলো। খুব চোখে পড়ার মতো উন্নতি হয়নি এখনও, তবে আমি আশাবাদী।’

ফেসিয়াল প্যারালাইসিসে আক্রান্ত হওয়ার খবরটি গত মঙ্গলবার ফেসবুকে জানিয়েছিলেন ‘কুঁড়েঘর’ নামের ব্যান্ড দলের প্রতিষ্ঠাতা ও সিলেটে বন্যায় মানবিক সহায়তা কার্যক্রমে অংশ নিয়ে ব্যাপক আলোচনায় আসা তাসরিফ খান। এর দুই দিন পর বৃহস্পতিবার ফেসবুকে আরেক পোস্টে ফিজিওথেরাপি নিচ্ছেন বলে জানান এ শিল্পী।

ফেসবুকে ভেরিফায়েড পেজে গতকাল রাত ৮টা ৫১ মিনিটে দেয়া পোস্টে তাসরিফ খান লিখেন, ‘আজ তৃতীয় দিনের মতো আমার ফিজিওথেরাপি দেয়া হলো। খুব চোখে পড়ার মতো উন্নতি হয়নি এখনও, তবে আমি আশাবাদী।

‘নিশ্চয়ই আল্লাহতায়ালা সঠিক ফয়সালা ঠিক করে রেখেছেন। সত্যি বলতে আমি একেবারেই ঘাবড়ে যাইনি। আমি যেকোনো রকম ফলাফলের জন্যই মানসিকভাবে প্রস্তুত।’

তাসরিফ আরও লিখেন, ‘দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা আমার জন্য দোয়া করেছেন, তাদের প্রতি আমার চির কৃতজ্ঞতা রইল।’

সংগীতশিল্পী হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত ছিলেন তাসরিফ খান। ২০১৭ সালের ৫ জানুয়ারি তানজিব খান ও তানভীর সিদ্দিকীকে নিয়ে তিনি গড়ে তোলেন ব্যান্ড দল কুঁড়েঘর।

তাসরিফ ব্যাপক পরিচিতি পান ২০২২ সালে সিলেটের বন্যার ঘটনায়। সে সময় তার উদ্যোগে ত্রাণ কার্যক্রমে বিপুল অর্থ সহায়তা পাঠান বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বন্যার অভিজ্ঞতা নিয়ে ‘বাইশের বন্যা’ শিরোনামে একটি বই লিখেছেন কুঁড়েঘরের লিড ভোকাল।

ফেসিয়াল প্যারালাইসিসে আক্রান্ত হওয়া নিয়ে তাসরিফ গত মঙ্গলবার ফেসবুকে লাইভে এসে জানিয়েছিলেন, তিনি ফেসিয়াল প্যারালাইসিসে আক্রান্ত। তার মুখের বাম পাশটা ঠিকমতো কাজ করছে না।

এ বিভাগের আরো খবর