অমর একুশে গ্রন্থমেলায় শনিবার অকাল প্রয়াত তরুণ কবি শাহরিয়ার হোসেন সাব্বিরের ‘টিপবতীর নীল টিপ’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে।
চৈতন্য প্রকাশনী থেকে প্রকাশিত বইটি অতি সম্প্রতি মেলায় আসে।
সোহরাওয়ার্দী উদ্যানের মেলা প্রাঙ্গণে গ্রন্থ উন্মোচন মঞ্চে এ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. জিল্লুর রহমান।
বইটির লেখক ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের ছাত্র সাব্বিরের শরীরে ২০১৫ সালে ব্লাড ক্যানসার ধরা পড়ে। চিকিৎসায় সাময়িকভাবে সুস্থ হলেও ২০২১ সালে রোগটি আবার তার শরীরে ফিরে আসে। এরপর ভারতে নিয়ে দীর্ঘ এক বছর ধরে তার চিকিৎসা করা হয়।
অস্থিমজ্জা প্রতিস্থাপন করে সাব্বিরকে নতুন জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করা হয়, কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে ২০২২ সালের ৩১ আগস্ট ঢাকায় মৃত্যু হয় তার।
মোড়ক উন্মোচনের আগে সংক্ষিপ্ত আলোচনায় অতিথিরা প্রয়াত কবি সাব্বিরের জীবন ও কাব্যপ্রতিভার বিভিন্ন দিক তুলে ধরেন।
তাদের ভাষ্য, সাব্বির তরুণ প্রজন্মের কাছে অনুকরণীয় নাম। শৈশব থেকেই সততা, মানুষের প্রতি দরদ, প্রকৃতিপ্রেম, শিশুদের জন্য গভীর মমতা, সাহিত্য ও খেলাধুলার প্রতি ভালোবাসা ছিল তার মধ্যে।
অতিথিরা সাব্বিরের জীবনাদর্শকে সবার মাঝে ছড়িয়ে দেয়ার আহ্বান জানান।
সাব্বিরের বড় ভাই স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব শাহাদত হোসেন কবিরের সঞ্চালনায় মোড়ক উন্মোচনের এ আয়োজনে কবির পরিবারের সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও সুধীজনসহ অনেকেই উপস্থিত ছিলেন।