ঢাকায় বিলাসবহুল একটি ফ্ল্যাটের দামে কেনা যাবে পুরো দ্বীপ! শুনতে অবাক লাগলেও মধ্য আমেরিকার ইগুয়ানা নামের দ্বীপটি বিক্রি হচ্ছে ৩ লাখ ৭৬ হাজার ২৭ পাউন্ডে (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫ কোটি টাকা)। এ মূল্য ঢাকার অনেক বিলাসবহুল ফ্ল্যাটের সমান।
যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম মেট্রোর প্রতিবেদনে বলা হয়, ইগুয়ানা দ্বীপটি নিকারাগুয়ার ব্লুফিল্ড সৈকত থেকে সাড়ে ১৯ কিলোমিটার দূরে অবস্থিত। সাড়ে পাঁচ একরের দ্বীপটি কলা ও নারিকেল গাছ দিয়ে ঘেরা। যুক্তরাষ্ট্রভিত্তিক রিয়েল এস্টেট কোম্পানি প্রাইভেট আইল্যান্ড এ দ্বীপটি বিক্রি করার বিজ্ঞাপন দিয়েছে।
প্রাইভেট আইল্যান্ডের বিজ্ঞাপনে বলা হয়, স্বচ্ছ নীল-সবুজ পানি সব দিক থেকেই দেখা যাবে। এছাড়া মনোমুগ্ধকর সূর্যোদয় এবং সূর্যাস্তগুলো সকাল ও রাতকে আরও নাটকীয় করে তুলবে।
কোম্পানিটি জানায়, দ্বীপটির বর্তমান মালিকের পরিবারের একজন সদস্যের মৃত্যু হওয়ায় তিনি কম দামে এটি বিক্রি করতে চাইছেন।
ইগুয়ানা দ্বীপের একটি ভবনে তিনটি বেডরুম,দুই বাথরুম, বারান্দা, ডাইনিং রুম ও পানশালা রয়েছে। এছাড়াও দ্বীপের অন্য পাশে কর্মীদের জন্য অতিরিক্ত থাকার ব্যবস্থা রাখা হয়েছে।
এছাড়া একটি সুইমিং পুল তৈরি জায়গা রাখা হয়েছে। দ্বীপের পশ্চিমে একটি মাছ ধরার স্থানও রয়েছে।