অক্টোবরের শেষ রাতে ঢাকার রাস্তায় দেখা মিলতেই পারে ভূত-পেতনির। রাস্তা-ঘাটে না মিললেও রাজধানীর অনেক হোটেলে দেখা মিলছে নানা রং-রূপে তাদের।
সেই ভূত-পেতনির ভয়ে ঘরের দরজা-জানালায় খিল আটকে বসে না থেকে অনেকেই গেছেন সাহস করে দেখতে। শিশুরাও দেখছে তাদের গা ছম-ছম করা ভূত-পেতনিদের। নিজেদের প্রিয় সব চরিত্রকেও দেখতে পাচ্ছে ঢাকার বুকেই। ছবি তুলেছেন নিউজবাংলার ফটো সাংবাদিক পিয়াস বিশ্বাস।
ব্যাটম্যান, জোকার, ওয়ান্ডার ওম্যানের মতো কল্পিত চরিত্রে রাজধানীর বনানী শেরাটন হোটেলে হাজির বেশ কিছু ভূত। রাতে যারা হোটেলটিতে গিয়েছেন তারা দেখতে পেয়েছেন এমন চরিত্রগুলো।
ভূত-পেতনির ভয় কে না পায়? আর শিশুরাতো ভয় পাবে সেটাই স্বাভাবিক। কিন্তু সোমবার রাতে ঢাকার বুকে হ্যালোইন নাইটে ভূত-পেতনি দেখে ভয়ের বদলে আনন্দিত শিশুরা।
প্রথম দেখায় মনে হতেই পারে, হাতে থাকা কুঠারের আঘাতে এখনি মুণ্ডু দুই ভাগ করে দেবে। অন্ধকারে দেখলে ভয় পাওয়াটাই স্বাভাবিক। কিন্তু হ্যালোইন নাইটে এমন রূপে হাজির এক ভূত।
কঙ্কাল-প্রেতাত্মা, শুনলেই শিশুরা তো বটেই, বড়রাও অনেকেই ভয় পান। তেমন সাজ দেখা গেছে হ্যালোইন নাইটে বনানী শেরাটন হোটেলে।
সামনেই তাকিয়ে এক পেতনি। অথচ সেদিকে ভ্রুক্ষেপ নেই। বরং সেগুলো উপক্ষো করেই নিজের পছন্দের খাবার নিতে ব্যস্ত এক নারী। হ্যালোইন নাইটে ঢাকার বুকেই এমন দৃশ্য দেখা গেছে।