চেহারার সৌন্দর্য এক নিমেষে ম্লান করে দেয় চোখের নিচে থাকা ডার্ক সার্কেল বা কালো দাগের কারণে। এই দাগের কারণে বয়সের তুলনায় বেশি বয়স্ক দেখায়। বিশেষজ্ঞদের মতে, অত্যধিক সূর্যের আলোর মধ্যে থাকা, চিন্তা, অবসাদ, দেরি করে রাতে ঘুমানোর অভ্যাস, অ্যালার্জির সমস্যা, অতিরিক্ত অথবা খুব কম ঘুমের কারণে চোখের নিচে কালি পড়ার সমস্যা দেখা দেয়। হেলথ লাইন ওয়েবসাইটের এক প্রতিবেদনে উঠে এসেছে ডার্ক সার্কেল দূর করার উপায়। চলুন দেখে নেই।
-
টম্যাটো
ডার্ক সার্কেল দূর করতে টম্যাটো সবচেয়ে কার্যকর। এটি প্রাকৃতিক উপায়ে চোখের নিচের কালো দাগ দূর করতে কাজ করে। পাশাপাশি এটি ব্যবহারে ত্বক থাকে কোমল ও সতেজ। টম্যাটোর রসে কয়েক ফোঁটা লেবু মিশিয়ে লাগালে দ্রুত উপকার পাওয়া যায়।
-
আলু
ডার্ক সার্কেল দূর করতে আলুও ব্যবহার করতে পারেন। আলুর রসের সঙ্গে কয়েক ফোঁটা লেবু মিশিয়ে নিন। এই মিশ্রণটি তুলোর সাহায্যে চোখের নিচে লাগালে কালো দাগ দূর হবে।
-
টি-ব্যাগ
ঠান্ডা টি-ব্যাগ ব্যবহার করলে ডার্ক সার্কেল দ্রুত দূর হয়। টি ব্যাগ কিছুক্ষণ পানিতে ডুবিয়ে রাখুন। ঠাণ্ডা হওয়ার জন্য ফ্রিজে রেখে দিন। কিছুক্ষণ পর বের করে চোখে আলতো করে লাগান। এভাবে প্রতিদিন ১০ মিনিট করলে উপকার মিলবে।
-
দুধের সর
চোখের নিচের কালো দাগ দূর করতে ঠান্ডা দুধের সর দারুণ কার্যকর। দুধের সর নিন। তুলোর সাহায্যে চোখের নিচে লাগান। দিনে দুইবার এটি করলে দ্রুত উপকার পাওয়া যায়।
-
কমলা লেবু
কমলা লেবুর খোসা রোদে শুকিয়ে পিষে নিন। এই পাউডারে অল্প পরিমাণ গোলাপ জল দিয়ে চোখে লাগালে ডার্ক সার্কেল দূর হবে।