বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বর্ষাকালে পোষা প্রাণীর যত্ন

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২১ জুলাই, ২০২২ ১৩:১৯

বর্ষাকালেও পোষ্যদের বাইরে ঘুরতে নিয়ে যাওয়া দরকার। বাইরে থেকে ঘুরে আসার পর ওদের থাবা ভালো করে পরিষ্কার করে দিতে ভুলবেন না।

বর্ষাকালে মানুষের মতো পশু-পাখিদের স্বাস্থ্যের ওপর নানা ধরনের ঝুঁকি আসে। এই সময় ওদের স্বাস্থ্যের দিকে বিশেষ যত্ন না নিলে হতে পারে নানা অসুখ। হিন্দুস্থান টাইমের এক প্রতিবেদনে উঠে এসেছে বর্ষাকালে পোষা প্রাণীর যত্নের কথা। চলুন দেখে নেই।

-

১. বর্ষাকালে কুকুর থেকে বিড়ালসহ অন্য প্রাণীদের মধ্যে খাবারে একটি অনীহা দেখা দেয়। এই সময়ে ওদের খাদ্যাভ্যাসে বিশেষ নজর দেয়া প্রয়োজন। বর্ষাকালে যেহেতু পেটের গোলমাল হওয়ার আশঙ্কা থাকে, তাই ওদের খেতে দিতে হবে পুষ্টিকর আর হালকা খাবার। পর্যাপ্ত পরিমাণে পানিও পান করাতে হবে।

-

২. বর্ষাকালেও পোষ্যদের বাইরে ঘুরতে নিয়ে যাওয়া দরকার। বাইরে থেকে ঘুরে আসার পর ওদের থাবা ভালো করে পরিষ্কার করে দিতে ভুলবেন না।

-

৩. বৃষ্টির কারণে বাইরে নিয়ে যেতে না পারলে বাড়ির মধ্যেই খেলার অভ্যাস করাতে হবে। তাতে ওদের শরীর ভালো থাকে। মনও থাকে প্রফুল্ল।

-

৪. পশমের সমস্যা দূর করতে চিরুনি কিংবা ব্রাশ দিয়ে পশম ভালো করে আঁচড়ে দিতে হবে। যদি গোসল করান, তাহলে নজর রাখতে হবে যেন পশম ভালোভাবে শুকিয়ে যায়।

-

৫. বর্ষাকালের স্যাঁতসেঁতে আবহাওয়ায় পোষ্যকে গরম জায়গায় রাখুন। চাদর দিয়ে ঢেকে দিতে পারেন শোয়ার সময়ে।

এ বিভাগের আরো খবর