ফুলদানিতে রাখা ফুল খুব দ্রুত নষ্ট হয়ে যায়। সর্বোচ্চ এক থেকে দুদিন। তবে কিছু নিয়ম মানলে আরও বেশি সময় ফুল তাজা রাখা সম্ভব। চলুন নিয়মগুলো জেনে নিই।
ফুলদানিতে গোলাপ ফুল রাখার আগে কখনও ফুলের কাণ্ড ছোট করে কাটবেন না। তবে নরম কাণ্ডের ফুল হলে সেগুলোকে ছোট করে কাটা যাবে। খেয়াল রাখুন পুরো কাণ্ডটি যেন পানিতে ডুবে না থাকে।
ফুলে মাঝেমধ্যেই একটু পানি স্প্রে করে নিন। এতে ফুলগুলো অধিক সময় ফ্রেশ থাকবে।
অনেক ফুলের সঙ্গে পাতা থাকে। ফুলদানিতে রাখার আগে অবশ্যই সেগুলো বাদ দিয়ে রাখতে হবে।
ফুলদানিতে রাখা পানির মধ্যে অল্প পরিমাণ লবণ দিন। এ ছাড়া এক দিন পরপর ফুলদানির পানি বদলে দিন। ফ্রেশ পানি পেলে ফুল বেশি দিন তরতাজা থাকবে।
সূর্যের আলো পৌঁছায় এমন জায়গায় ফুলদানি রাখার চেষ্টা করুন। এতে অন্তত এক সপ্তাহ ফুল ফ্রেশ থাকবে।
যা করবেন না—
ফুলদানির পানিতে কোনো ধরনের কেমিক্যাল দেবেন না। দোকান থেকে ফুল কেনার আগে দেখে কিনুন। অর্ধেক ফুটেছে, এমন ফুল কিনুন। পুরোপুরি ফোটা ফুলদানিতে রাখলে এমনিতেই অল্প সময়ে নষ্ট হয়ে যায়।