রংপুরের কাউনিয়ায় তিস্তা নদীর তীরে ভেসে এসেছে সাড়ে তিন মণ ওজনের একটি মৃত ডলফিন।
উপজেলার টেপামধুপুর ইউনিয়নে তিস্তা নদীর তীর থেকে মঙ্গলবার সকালে উদ্ধার করা হয়েছে সেটি।
কাউনিয়া উপজেলা মৎস কর্মকর্তা মাহবুবুল আলম এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, জেলেরা সকালে নদীতে মাছ ধরতে গিয়ে ওই মরা ডলফিনটি দেখতে পান। খবর পেয়ে সেখানে গিয়ে সেটি উদ্ধার করা হয়।
তিনি বলেন, ‘আমরা ধারণা করছি এটি ডলফিনের বাচ্চা। মাছটির দৈর্ঘ্য ৯ ফুট এবং প্রস্থ ৩ ফুট। এর ওজন প্রায় সাড়ে তিন মণ।’
জহুরুল ইসলাম নামের স্থানীয় এক জেলে বলেন, ‘আমরা প্রতিদিন নদীতে মাছ ধরি। আজ সকালে চরগনাই এলাকায় মাছ ধরতে যাই। হঠাৎ দেখি কী যেন ভাসছে। আমরা ভেবেছি মরা মানুষ হবে। পরে দেখি মানুষ না। এরপর আমরা তুলি নিয়ে আসি।’
টেপামধুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি জানান, মৎস্য কর্মকর্তারা গিয়ে মাছটি ডলফিন বলে শনাক্ত করেন।
মৎস কর্মকর্তা মাহবুবুল বলেন, ‘উজানের ঢলে মাছটি ভারত থেকে ভাসতে ভাসতে চলে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। মাটিতে এটিকে পুঁতে ফেলা হবে।’
এর আগে এ বছর বিভিন্ন সময় পটুয়াখালীর কুয়াকাটা, কক্সবাজার, চট্টগ্রামের সীতাকুণ্ড, হালদা ও কর্ণফুলীতে ভেসে এসেছিল ১৪টির বেশি মৃত ডলফিন।